মালিঙ্গাদের বিরুদ্ধে রোহিত শর্মাদের নতুন পরিকল্পনা
ওয়েব ডেস্ক: ভারতীয় স্পিনারদের সামলাতে একটা সময়ে সুইপ,রিভার্স সুইপের দ্বারস্থ হয়েছিলেন গ্যাটিং,গুচের মত বিদেশি ব্যাটসম্যানরা। কিন্তু পেস সামলাতে সুইপ, রিভার্স সুইপের ব্যবহার খুব একটা দেখা যায় না। শ্রীলঙ্কার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে মালিঙ্গার বিষাক্ত ইয়র্কার ঠেকাতে এই দুই টেকনিককেই অস্ত্র হিসাবে বেছে নিতে চলেছে কোহলি ব্রিগেড।
আরও পড়ুন ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে হবু কোচদের মহেন্দ্র সিং ধোনির পেপটক
সহ অধিনায়ক রোহিত শর্মার পরামর্শ সুইপ অথবা রিভার্স সুইপ মেরেই ভোঁতা করতে হবে মালিঙ্গাকে। বিশে অগাস্ট শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম একদিনের ম্যাচটি খেলতে নামবে ভারত। দেখা যাক, সেই ম্যাচ থেকেই রোহিতদের নতুন পরিকল্পনা মাঠেও দেখা যায় কিনা।
আরও পড়ুন নির্বাসিত হয়ে তাঁর বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো