হাসির `সেরা শত্রু একাদশে` তিন ভারতীয়!
সবাই যেখানে সেরা একাদশ বেছে নিচ্ছেন সেখানে প্রাক্তন অজি তারকা মাইক হাসি বেছে নিলেন সেরা শত্রু একাদশ!
নিজস্ব প্রতিবেদন : করোনাভাইরাসের প্রভাবে বিশ্বজুড়ে সব খেলায় ফুলস্টপ পড়ে গিয়েছে। লকডাউনে সবাই ঘরবন্দি জীবন কাটাচ্ছেন। সবাই যেখানে সেরা একাদশ বেছে নিচ্ছেন সেখানে প্রাক্তন অজি তারকা মাইক হাসি বেছে নিলেন সেরা শত্রু একাদশ! টেস্ট ক্রিকেটের নিরিখে তিনি এই একাদশ গড়েছেন।
৪৪ বছর বয়সী অজি তারকা তাঁর ওপেনিংয়ে রেখেছেন ভারতের বীরেন্দ্র সেওয়াগ এবং দক্ষিণ আফ্রিকার গ্রেম স্মিথকে। তারপর তাঁর ব্যাটিং লাইন আপে হাসি রেখেছেন ব্রায়ান লারাকে। সচিন চার নম্বরে আর কোহলি পাঁচ নম্বরে ব্যাটিং করবেন।দলে থাকছেন জাক কালিস আর কুমার সাঙ্গাকারা।
হাসির বোলিং বিভাগে থাকছেন দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইন, মর্নি মর্কেল, ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসন এবং দলে একমাত্র স্পিনার মুথাইয়া মুরলীধরন। তবে উইকেটকিপার বাছতে গিয়ে সাঙ্গাকারা, ধোনি আর এবি ডিভিলিয়ার্সকে নিয়ে ধন্দে পড়ে গিয়েছিলেন। এমএসডি এবং এবিডি শর্টার ফরম্যাটে অনেক বেশি সফল বলেই মনে করেন তিনি।
একনজরে দেখে নেওয়া যাক মাইক হাসির সেরা শত্রু একাদশ:
বীরেন্দ্র সেওয়াগ (ভারত)
গ্রেম স্মিথ (দক্ষিণ আফ্রিকা)
ব্রায়ান লারা (ওয়েস্ট ইন্ডিজ)
সচিন তেন্ডুলকর (ভারত)
বিরাট কোহলি (ভারত)
জাক কালিস (দক্ষিণ আফ্রিকা)
কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা)
ডেল স্টেইন (দক্ষিণ আফ্রিকা)
মর্নি মর্কেল (দক্ষিণ আফ্রিকা)
জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড)
মুথাইয়া মুরলীধরন (শ্রীলঙ্কা)
আরও পড়ুন - সেদিন পকেটে দুশো টাকা থাকলে হয়তো ক্রিকেটার হতাম, বলেছিলেন ইরফান