নিজস্ব প্রতিবেদন: পরপর দু'ম্যাচ হেরে কলকাতা নাইট রাইডার্স (KKR) প্লে-অফের রাস্তা আরও কঠিন করে তুলল৷ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে গতকাল ৩৮ রানে হার হজম করার পর কলকাতার ব্যাটিং-বোলিং থেকে শুরু করে ফিল্ডিং, সবই এসেছে স্ক্যানারের তলায়৷ এবার কলকাতার হারের ময়নাতদন্ত করলেন মাইকেল ভন (Michael Vaughan)৷  প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক প্রশ্ন তুললেন মাঠে ক্যারিবিয়ান পাওয়ার হিটার আন্দ্রে রাসেলের ফিটনেস নিয়ে৷ ভনের মতে রাসেল রীতিমতো ''খোঁড়াচ্ছেন''৷


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: IPL 2021: রমজানের উপবাস করছেন Williamson-Warner! দেখে মুগ্ধ Rashid Khan


একটি স্পোর্টস ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে ভন বলছেন, "আন্দ্রে রাসেল একজন সুপারস্টার৷ কিন্তু মাঠে যখন ওর কাছে বল আসছে, ও সবসময় নিজের পা ব্যবহার করছে৷ এরকমটা মানা যায় না৷ এটা অত্যন্ত স্পষ্ট যে, অইন মর্গ্যানকে এবার রাসেলকে ম্যানেজ করতে হবে৷ রাসেল নিজের সেরা ফর্মে থাকলে ও একজন গ্রেট প্লেয়ার৷ কিন্তু বল করার সময় ও তো খোঁড়াচ্ছে৷ ১৯ নম্বর ওভারে ওর ২ রান নিয়ে স্ট্রাইকে আসা উচিত ছিল৷ ও সেটা পারল না৷ ব্র্যান্ডন ম্যাকালামেরও এবার রাসেলকে নিয়ে ভাবা প্রয়োজন" কেকেআরের পোস্টমর্টেম রিপোর্ট দিয়ে ভন জানান, "আধুনিক ক্রিকেটে ৯-১০ জন প্লেয়ারকে প্রয়োজন, যারা মাঠে ভীষণ ভাবে ক্ষীপ্র৷ কিন্তু কেকেআরের মধ্যে সেটা নেই৷ এটা কঠিন ব্যাপার৷ রাসেলের ওপর কী করে ছাড়তে পারে ওরা! কেকেআর ওর জন্য খারাপ দেখাচ্ছে মাঠে৷