নিজস্ব প্রতিবেদন: ছাব্বিশ বছর আগে বিশ্বচ্যাম্পিয়নশিপের লং জাম্পে তাঁর গড়া রেকর্ড এখনও অটুটু। অলিম্পিকে রূপো জিতেই থেমেছিলেন। কার্ল লুইস ও মাইক পাওয়েলের দ্বৈরথ বিশ্ব অ্যাথলিটে আলোড়ন সৃষ্টি করেছিল। সেই মাইক পাওয়েল পা রাখলেন কলকাতায়। রবিবার শহরে হতে চলা হাফ ম্যারাথনের প্রধান আকর্ষণ মার্কিন জাম্পার। কেরিয়ারের সেরা সময় বারবার কার্ল লুইসের কাছে হেরে অলিম্পিকে সোনা জেতা হয়নি। তবে বিশ্বচ্যাম্পিয়নশিপে বিশ্বরেকর্ডের মালিক চাইছেন তার গড়া রেকর্ডটা থেকে যাক আরও কিছু বছর। এক সময় তার চরম প্রতিদ্বন্দ্বিকে লুইসকেই সেরা মানছেন। পাওয়াল অবশ্য উসেইন বোল্টে মজে। কলকাতায় এসে সাফ জানালেন বোল্ট যদি লং জাম্প দিতেন তাহলে তার রেকর্ড ভেঙে দিতেন বোল্ট।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- 'মোহালির মন্দিরে মহেন্দ্রই ঈশ্বর', ধোনির পা ছুঁয়ে প্রনাম করতে মাঠে দর্শক


লস অ্যাঞ্জেলসে আপাতত কোচিংয়ে মন দিয়েছেন। তবে উঠতি জাম্পারদের মধ্যে অতীত দিনের অ্যাথলিটদের মানসিকতা দেখতে পান না পাওয়েল। বৃহস্পতিবার রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস সংবর্ধনা দেন পাওয়েলকে। 


আরও পড়ুন-  ডবলের ট্রিপল করে ইতিহাসে 'হিটম্যান'


রাত ১১টায় দেখুন স্পোর্টস ২৪ শুধুমাত্র ২৪ ঘণ্টা'য়