নিজস্ব প্রতিবেদন: করোনা আক্রান্ত হয়ে প্রয়াত কিংবদন্তি স্প্রিন্টার মিলখা সিংয়ের স্ত্রী নির্মল কৌর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৫ বছর। রবিবার মোহালির একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতীয় মহিলা ভলিবল দলের প্রাক্তন ক্যাপ্টেন। অসুস্থ থাকলেও এখন অনেকটাই স্থিতিশীল রয়েছেন মিলখা সিং।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত মাসে করোনায় আক্রান্ত হন নির্মল কৌর। মোহালির ফর্টিস হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। দু'দিন পর একই হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ভর্তি হন 'ফ্লাইং শিখ' মিলখা সিং। পরে তাঁকে PGIMER-এর আইসিইউ-তে ভর্তি করা হয়। গত কয়েক সপ্তাহ ধরে দু'জনে করোনার বিরুদ্ধে একসঙ্গে লড়াই চালাচ্ছিলেন। তবে জীবনের বহু প্রতিযোগিতায় জিতলেও, অতিমারির কাছে হার মানলেন নির্মল কৌর। রবিবার বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। যদিও মিলখা সিংয়ের অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল। তাঁদের রয়েছে এক ছেলে ও তিন মেয়ে। 


আরও পড়ুন: French Open 2021: ফাইনালে পিছিয়ে পড়েও দুরন্ত কামব্যাক, দ্বিতীয়বার চ্যাম্পিয়ন জকোভিচ


আরও পড়ুন: UEFA EURO 2020: করোনার হানা পর্তুগাল শিবিরে, আক্রান্ত দলের এক নির্ভরযোগ্য ফুটবলার


নির্মল কৌরের প্রয়ানে শোকপ্রকাশ করেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। ভারতীয় মহিলা ভলিবল দলের প্রাক্তন ক্যাপ্টেন ছাড়া, পঞ্জাবের Sports for Women বিভাগের ডিরেক্টরও ছিলেন নির্মল কৌর।