নিজস্ব প্রতিবেদন: ডার্বির আগে অ্যাওয়ে ম্যাচে পরীক্ষা মোহনবাগানের। মঙ্গলবার লুধিয়ানায় পঞ্জাব এফ সি-র বিরুদ্ধে নামছে সবুজ-মেরুন ব্রিগেড। রবিবারের বড় ম্যাচের আগে লুধিয়ানায় কঠিন পরীক্ষার মুখে ভিকুনা ব্রিগেড।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সোমবার সকাল থেকেই বৃষ্টি লুধিয়ানায়। তার মধ্যেই অনুশীলন সারে ভিকুনা ব্রিগেড। বৃষ্টির সঙ্গে ছিল ঠান্ডা হাওয়া। মঙ্গলবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে লুধিয়ানায়। ফলে শ্রীনগরের পর লুধিনায়াতেও কঠিন পরিস্থিতিতে নামতে হচ্ছে বেইটিয়াদের। বিপক্ষ দলে রয়েছে বাগানের প্রাক্তন স্ট্রাইকার ডিপান্ডা ডিকা। সঙ্গে সঞ্জু প্রধান,আনোয়ার,লোবোর মত চেনা নাম। ঘরের মাঠে ইস্টবেঙ্গলকে আটকে দেওয়ার পর গতবারের চ্যাম্পিয়ন চেন্নাইকেও হারিয়েছে তারা। তাছাড়া শ্রীনগরে গিয়ে কাশ্মীরকেও রুখে দিয়েছে পঞ্জাব এফ সি। তাই বলাই চলে বড় ম্যাচের আগে কঠিন চ্যালেঞ্জ ভিকুনার দলের সামনে।


পরিস্থিতি যতই প্রতিকূল হোক না কেন,৩ পয়েন্ট নিয়েই শহরে ফিরতে মরিয়া টিম মোহনবাগান। পঞ্জাবের বিরুদ্ধে আগের ম্যাচের অপরিবর্তিত দলই সম্ভবত নামাতে চলেছে স্প্যানিশ কোচ। পরিস্থিতি অনুযায়ী পরে আসবেন তুরসনভ। লিগ টেবিলের শীর্ষে থেকেই ডার্বিতে নামতে চায় মোহনবাগান।


আরও পড়ুন - IND vs AUS: ওয়াংখেড়েতে ওপেনার কে- রোহিত, শিখর না রাহুল?