IND vs AUS: ওয়াংখেড়েতে ওপেনার কে- রোহিত, শিখর না রাহুল?
কিন্তু অস্ট্রেলিয়া শক্ত প্রতিপক্ষ। সেটা মাথায় রেখে প্রস্তুত হচ্ছে টিম ইন্ডিয়া।
নিজস্ব প্রতিবেদন: মঙ্গলবার থেকে শুরু ভারত-অস্ট্রেলিয়া একদিনের সিরিজ। তিন ম্যাচের একদিনের সিরিজের প্রথম ম্যাচে মুম্বইয়ের ওয়ানখেড়েতে। হাইভোল্টেজ এই ম্যাচকে ঘিরে ইতিমধ্যেই সমর্থকদের মধ্যে আগ্রহ তুঙ্গে। তবে এই প্রশ্নই ভাবাচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে- রোহিত শর্মা, শিখর ধাওয়ান না কেএল রাহুল? ওপেনার হিসেবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কে খেলবেন ?
These two @Jaspritbumrah93 & @navdeepsaini96 firing on all cylinders #TeamIndia #INDvAUS @Paytm pic.twitter.com/nrvKLnpnSj
— BCCI (@BCCI) January 13, 2020
সদ্য সমাপ্ত শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ অনায়াসে জিতে গিয়েছিল ভারত। কিন্তু অস্ট্রেলিয়া শক্ত প্রতিপক্ষ। সেটা মাথায় রেখে প্রস্তুত হচ্ছে টিম ইন্ডিয়া। বিরাট কোহলি নিজেও মানছেন যে অ্যারোন ফিঞ্চদের বিরুদ্ধে সিরিজ যথেষ্ট চ্যালেঞ্জিং হতে চলেছে। ভারতীয় দলের মাথাব্যাথা অবশ্য অন্য বিষয় নিয়ে। বর্তমানে ভারতের তিন ওপেনার রোহিত শর্মা, শিখর ধাওয়ান আর কেএল রাহুল তিনজনেই দুরন্ত ছন্দে রয়েছেন। সেক্ষেত্রে কাকে বাদ দিয়ে কাকে খেলানো হবে সেটা নিয়েই ধন্দে টিম ম্যানেজমেন্ট। বিরাট কোহলি অবশ্য তিনজনকেই খেলানোর পক্ষে। সেক্ষেত্রে নিচেও ব্যাট করতে অসুবিধা নেই ক্যাপ্টেন কোহলির।
When in Mumbai
Hitman is READY #TeamIndia #INDvAUS @Paytm pic.twitter.com/kB4FrFLifS— BCCI (@BCCI) January 13, 2020
আরও পড়ুন - IND vs AUS: অস্ট্রেলিয়ার ভারত সফরের সূচি জেনে নিন এক ক্লিকে
Gearing up for the challenge against Australia - @klrahul11 & @im_manishpandey train hard before the 1st ODI #TeamIndia #INDvAUS @Paytm pic.twitter.com/opMVuq4qsB
— BCCI (@BCCI) January 13, 2020
গতবছর মার্চ মাসে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে ৩-২ ফলে সিরিজ হারতে হয়েছিল ভারতকে। তাই এবার পাল্টা দেওয়ার পালা কোহলিদের। সিরিজ জিতেই নিউ জিল্যান্ড সফরে যাওয়ার লক্ষ্যে টিম ইন্ডিয়া।
আরও পড়ুন - ধোনির মতো 'ফিনিশার' হতে চান এই অজি ব্যাটসম্যান