COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ওয়েব ডেস্ক: আর তিন দিন পরেই বিশ্বকাপে ভারত-পাকিস্তান মহাম্যাচ। তার আগে শেষ প্রস্তুতি ম্যাচ জিতে মনোবল বাড়িয়ে রাখল পাকিস্তান। সবচেয়ে বড় কথা দলের অধিনায়কের চওড়া ব্যাট ইংল্যান্ডের বিরুদ্ধে জয় এনে দিল। মিসবা করলেন অপরাজিত ৯১। সিডনিতে ২৪৩ রান তাড়া করতে নেমে একটা সময় ৭৮ রানের মধ্যে চার উইকেট পড়ে গিয়েছিল পাকিস্তানের।


অ্যান্ডারসন, ব্রডরা তখন সিডনি মাতাচ্ছেন। সেখান থেকে উমর আকমলের সঙ্গে পঞ্চম উইকেটে ১৩৩ রানের পার্টনারশিপ করে ম্যাচ বের করে দেন মিসবা। সেবাবে ফর্মের মধ্যে না থাকার পর ঠিক বড় ম্যাচের আগে রানে ফিরে ধোনিদের বার্তা দিয়ে রাখলেন মিসবা। লেগ স্পিনার ইয়াসির শাহও তিন উইকেট পেয়ে দলে জায়গা পাকা করলেন।


অন্যদিকে, সংযুক্ত আরবআমিরশাহির বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে বড় জয় পেল অস্ট্রেলিয়া। মেলবোর্নে অস্ট্রেলিয়া জিতল ১৮৮ রান। ওপেন করেত নেমে মাইকেল ক্লার্ক করেন ৬৪ রান, ফিঞ্চ করেন ৬১, স্মিথ ৫৯। অস্ট্রেলিয়া করে ৩০৪ রান। জবাবে সংযুক্ত আরবআমিরশাহি অল আউট হয়ে যায় ৩০ ওভারে ১১৬ রানে। দু ওভার বলও করেন ক্লার্ক।