নিজস্ব প্রতিবেদন: রেকর্ড আর এমএস ধোনি ( MS Dhoni) সমার্থক। ধোনি মাঠে নামলেই বাইশ গজ নজিরের গন্ধ পায়। শুক্রবার রাতে দুবাইয়ে আইপিএল ফাইনালে মুখোমুখি এম এস ধোনির (MS Dhoni) চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ও অইন মর্গ্য়ানের কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। এদিন মাঠে পা দিয়েই এক অনন্য রেকর্ড করবেন সিএসকে-র ক্যাপ্টেন। ৩০০ তম টি-২০ ম্যাচে দলকে নেতৃত্ব দিতে চলেছেন মাহি। যাঁর জয়ের শতকরা হার ৫৭.৭৯।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Virat Kohli: নিজেকে দড়ি দিয়ে চেয়ারে বেঁধে কঠিন সমস্যা ব্যক্ত বিরাটের


ধোনির পরেই রয়েছেন ড্যারেন স্যামি (২০৮)। ধোনি ও স্যামি ক্রিকেট গ্রহের দুই ক্রিকেটার যাঁরা ২০০টির বেশি টি-২০ ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন। টি-২০ ম্যাচে ধোনিই সবচেয়ে বেশি নেতৃত্ব দেওয়া অধিনায়ক। তারপরেই আছেন ইংল্যান্ড ক্যাপ্টেন মর্গ্যান। ২০১৭ সালে ধোনি ভারতীয় দলের টি-২০ অধিনায়কত্ব থেকে সরে আসেন। ২০০৭ সালে ধোনির ক্যাপ্টেনসিতে ভারত টি-২০ বিশ্বকাপ জেতে দক্ষিণ আফ্রিকায়।


ধোনি দেশের হয়ে ৭২টি টি-২০ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। ভারত ৪১ বার জিতেছে, ২৮ বার হেরেছে। ১ বার টাই ও ২ বার ফলাফল হয়নি। ধোনি চেন্নাইকে ২১৩ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। চেন্নাই জিতেছে ১৩০ বার। হেরেছে ৮১ বার। ধোনি রাইজিং পুনে সুপারজায়েন্টের হয়ে ১৪ ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন। দল জিতেছে ৫বার ও হেরেছে ৯বার। চেন্নাই যদি চোদ্দতম আইপিএল খেতাব জিততে পারে, তাহলেও এক অনন্য রেকর্ড হবে। সিএসকে বিশ্বের প্রথম টি-২০ ফ্যাঞ্চাইজি হিসাবে তিনটি পৃথক দশকে একটি করে খেতাব জয়ের নজির গড়বে। চেন্নাই ২০১০ সালে আইপিএল খেতাব জয়ের পর ২০১১ ও ২০১৮ সালে জেতে। ২০২১ সালে যদি ধোনি বাহিনী জিততে পারে, তাহলে অনন্য নজির হবে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)