নিজস্ব প্রতিবেদন: সদ্য দশ হাজার রানের এলিট ক্লাবের সদস্য হয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে এবার অবসরের নেওয়ার সিদ্ধান্ত নিলেন ভারতীয় মহিলা ওয়ান ডে দলের অধিনায়ক মিথালি রাজ (Mithali Raj)। জানিয়ে দিলেন, ২০২২-র বিশ্বকাপের পরই ব্যাড-গ্লাভস তুলে রাখবেন। মন খারাপ অনুরাগীদের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এপ্রিলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের তৃতীয় ম্যাচের আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান করার বিরল কৃতিত্ব অর্জন করেন মিথালি। অ্য়ান বশের ডেলিভারিকে মাঠের বাইরে পাঠিয়ে মাইলস্টোন ছোঁয়ার ঠিক পরের বলেই অবশ্য আউট হয়ে যান তিনি। 


আরও পড়ুন: IPL 2021: ভারতে COVID-19 পরিস্থিতিতে আইপিএল! Gilchrist র রহস্যময় টুইটে ঝড় সোশ্যালে


৩১১ ম্যাচে ১০০০১ রান। মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেটে মোট রানের নিরিখে মিথালির আগে রয়েছেন স্রেফ একজনই, ইংল্যান্ডের শার্লট এডওয়ার্ড। ১০,২৭৩ রানের মালিক তিনি। মাত্র ১৬ বছর বয়সে ভারতীয় দলের জার্সি অভিষেক হয় মিথালির। তাঁর নেতৃত্বে সাফল্যের শিখর ছুঁয়েছে দেশের মহিলা ক্রিকেট দল। ২১ বছরের কেরিয়ারে এবার যবনিকা পড়তে চলেছে।


আরও পড়ুন: ভারতের COVID-19 সঙ্কটে প্রাণ কাঁদছে পাক কিংবদন্তির, ভিডিয়ো বার্তায় আবেগি Shoaib Akhtar


মিথালি রাজের কথায়,  'গত ২১ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছি। এবার বুঝতে পারছি ২০২২ সালই কেরিয়ারের শেষ রচনাটা তৈরি হবে। সেটা হল বিশ্বকাপ (World Cup 2022)। আর শেষ বছরটা আমার কাছে বাকি ২০ বছরের সমান।' বললেন, 'বর্তমানে সবাই অত্যন্ত সংকটের মধ্যে রয়েছি। কিন্তু এর মধ্যেও নিজেকে ফিট রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রতিদিনই একটু একটু করে বয়স বাড়ছে। তাই ফিটনেসের প্রয়োজনীয়তাটা বুঝি। বিশ্বকাপের আগে খুব বেশি ট্যুর নেই। তাই শারীরিক ও মানসিকভাবে বিশ্বকাপের জন্য প্রস্তুত থাকাটা জরুরি।' ১৯৯৯ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রথমবার ব্যাট হাতে মাঠে নামেন মিথালি রাজে। প্রথম ম্যাচেই অপরাজিত ছিলেন ১১৪ রানে। ২০০৫ ও ২০১২ সালে তাঁর নেতৃত্বেই বিশ্বকাপের ফাইনাল খেলে ভারত।