IPL 2021: ভারতে COVID-19 পরিস্থিতিতে আইপিএল! Gilchrist র রহস্যময় টুইটে ঝড় সোশ্যালে

ভারতের উদ্বেগজনক করোনা পরিস্থিতি নিয়ে এবার টুইট করলেন অ্যাডাম গিলক্রিস্ট ৷

Updated By: Apr 24, 2021, 10:41 PM IST
IPL 2021: ভারতে COVID-19 পরিস্থিতিতে আইপিএল! Gilchrist র রহস্যময় টুইটে ঝড় সোশ্যালে

নিজস্ব প্রতিবেদন: ভারতের উদ্বেগজনক করোনা (COVID-19) পরিস্থিতি নিয়ে এবার টুইট করলেন অ্যাডাম গিলক্রিস্ট (Adam Gilchrist)৷ অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী কিংবদন্তি উইকেটকিপার-ব্যাটসম্যান যা বললেন তা বিতর্কের ঝড় তুলে দিল সোশ্যালে! ঘুরিয়ে তিনি করোনা বিধ্বস্ত ভারতে আইপিএলের যৌক্তিকতা নিয়েও সুকৌশলে প্রশ্ন তুললেন 

শনিবার আইপিএল জয়ী ক্যাপ্টেন লিখলেন, "প্রতিটি ভারতবাসীকে আমার শুভেচ্ছা৷ ওখানে করোনা আক্রান্তের সংখ্যা ভয় ধরানোর মতো৷ কিন্তু আইপিএল চলছে! এই সময়ে আইপিএল কি অনুপযুক্ত? নাকি প্রতি রাতে বিভ্রান্ত করা? আপনাদের ভাবনা যাই হোক না কেন, আমার প্রার্থনা আমার সঙ্গে রইল৷" যদিও গিলির টুইট আইপিএলের ফ্যানেরা সমর্থন করলেন না৷ 

একজন লিখলেন, "না স্যার, এটা সেরকমই এক বিভ্রান্তি যা মানুষকে ঘণ্টার পর ঘণ্টা বাড়িতে বসিয়ে রাখি৷" অপর একজন টুইটার ইউজার লিখলেন, "প্লেয়াররা আইপিএলে খেলে আমাদের কিছুটা হলেও বিনোদন দিচ্ছে এই কঠিন সময়৷ আমার চোখে ছদ্মবেশে আশীর্বাদ৷৷" কেউ লিখলেন, "ক্রিকেট ভারতকে এগিয়ে নিয়ে গিয়েছে বারবার৷ আইপিএলের সাফল্যের সঙ্গেই চাইব আমরা যেন করোনার বিরুদ্ধেও জিতি৷"

 

.