নিজস্ব প্রতিনিধি : মিতালি রাজের বিরুদ্ধে খেলবেন ঝুলন গোস্বামী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন - ভারতের বিরুদ্ধে পূর্ণাঙ্গ সিরিজ হেরেও বিশাল অঙ্কের আয় শ্রীলঙ্কা বোর্ডের


২২ মে আইপিএলের প্রথম কোয়ালিফায়ারের আগে মেয়েদের টি-২০ ম্যাচ আয়োজন করেছিল বিসিসিআই। সেই ম্যাচের জন্য দু'দলের ১৩ জনের স্কোয়াড ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। দুই দলের নাম দেওয়া হয়েছে আইপিএল ট্রেলব্লেজার্স ও আইপিএল সুপারনোভাস। প্রথম দলে খেলবেন বাংলার স্পিডস্টার ঝুলন। সুপারনোভার হয়ে নামবেন ভারতীয় মহিলা দলের অধিনায়ক মিতালি রাজ।


আরও পড়ুন - সাদা জুতোতেই স্বচ্ছন্দ ব্যাটসম্যান বিরাট


ট্রেলব্লেজার্সের অধিনায়কত্ব করবেন স্মৃতি মন্ধানা। সুপারনোভার অধিনায়িকা হরমনপ্রিত্ কউর। সুপোরনোভায় খেলবেন অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন মেগ ল্যানিং, ইংল্যান্ডের ড্যানিয়েল ওয়াট, মিতালি রাজ, এলিস পেরি, ভেদা কৃষ্ণমূর্তি, তানিয়া ভাটিয়ার মতো তারকারা। উল্টোদিকে, স্মৃতির দলে রয়েছেন অ্যালিসা হিলি, সুজি বেটস, জেমিমা রডরিগেজ, ঝুলন গোস্বামীরা। ওয়াংখেড়েতে ম্য়াচ শুরু হবে দুপুর ২টো থেকে। 


আইপিএল ট্রেলব্লেজার্স- অ্যালিসা হিলি (কিপার), স্মৃতি মন্ধানা (ক্যাপ্টেন), সুজি বেটস, দীপ্তি শর্মা, বেথ মুনি, জেমিমা রডরিগেজ, ড্যানিয়েল হ্যাজেল, শিখা পাণ্ডে, লিয়া তাহুহু, ঝুলন গোস্বামী, একতা বিস্ত, পুণম যাদব, দয়ালান হেমলথা।


আইপিএল সুপারনোভা- ড্যানিয়েল ওয়াট, মিতালি রাজ, মেগ ল্যানিং, হরমনপ্রিত্ কউর (ক্যাপ্টেন), সোফি ডিভাইন, এলিস পেরি, ভেদা কৃষ্ণমৃর্তি, মোনা মাশরম, পুজা বস্ত্রাকার, মেগান স্কাট, রাজেশ্বরী গায়কওয়াড়, অনুজা পাতিল, তানিয়া ভাটিয়া (কিপার)।