Mohammed Siraj, IND vs SA: সিরিজের সেরা হয়ে হায়দরাবাদি স্টাইলে বড় মন্তব্য করে দিলেন আগুনে সিরাজ
Mohammed Siraj, IND vs SA: এত কম রান নিয়ে লড়াই করা সম্ভব নয়। তাই প্রোটিয়াসদের হার ছিল সময়ের অপেক্ষা। বাকি কাজটা অনায়াসে সারলেন গত ম্যাচে ১১১ রানে অপরাজিত থাকা শ্রেয়স আইয়ার। এবং পঞ্জাব তনয় শুভমন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এককথায় দারুণ কামব্যাক। ঘরের মাঠে একেবারে পাটা উইকেটে দুরন্ত পেস বোলিং। বাইশ গজ থেকে তেমন সুবিধা না পেলেও, আগুনে গতির সঙ্গে মিশিয়ে দিয়েছিলেন বিষাক্ত সুইং। আর তাই তো দক্ষিণ আফ্রিকাকে (South Africa) একদিনের সিরিজে বুঝে নিয়ে প্রতিযোগিতার সেরা হলেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। তিনটি ম্যাচে সিরাজ ২০.৮০ গড়ে পাঁচ উইকেট নেন এবং মাত্র ৪.৫২ ইকোনমি রেটে ১০৪ রান দেন। দুরন্ত পারফরম্যান্সের সুবাদে ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন।
সিরিজ জয়ের পর সিরাজ বলেন, 'ভালো দলের বিপক্ষে পারফর্ম করলে অনেক বেশি আত্মবিশ্বাস বাড়ে। আমাকে দায়িত্ব নিতে হয়েছিল। আমি ইনিংসের শুরুতে সঠিক লেন্থ বল করার চেষ্টা করেছি। একজন জোরে বোলার হিসেবে আপনার ভেতরে সেই আগুন এবং আবেগ দরকার।'
এর আগে পুরস্কার বিতরণী মঞ্চে ভারতের মুরলি কার্তিক (Murali Kartik) সিরাজকে হায়দরাবাদি স্টাইলে অভিনন্দন জানান। ভারতের প্রাক্তন বাঁহাতি স্পিনার বলেন, ‘মিঞা কেয়া বোলিং করতে হ্যায় আপ! সহি বোলা মে হায়দরাবাদি মে? (মিঞা কী বোলিং আপনি ইদানীং করছেন! আমি কি হায়দরাবাদিতে ঠিক বলেছি?)।’ উত্তরে সিরাজ বলেন, ‘বিলকুল স্যার, (একেবারে স্যার)।’
পড়ুন, বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা
মঙ্গলবার দিল্লির বৃষ্টিতে ভেজা আবহাওয়ার সুযোগ কাজে লাগাতে মঙ্গলবার টস জিতে বল করার সিদ্ধান্ত নেন শিখর ধাওয়ান। তাঁর এই সিদ্ধান্ত কাজে লেগে যায়। দিল্লির ২২ গজে সুবিধা করতে পারলেন না দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। ২৭.১ ওভারে মাত্র ৯৯ রানেই শেষ হয়ে গেল সফরকারীদের ইনিংস। ভারতীয় স্পিনারদের বল বুঝতেই পারলেন না ডেভিড মিলাররা।
প্রথম থেকেই ধারাবাহিক ভাবে উইকেট হারাতে শুরু করে দক্ষিণ আফ্রিকা। হেনরিক ক্লাসেন, জানেমন মালান এবং মার্কো জানসেনের ছাড়া দক্ষিণ আফ্রিকার বাকিরা কেউই দু’অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি। ক্লাসেনের ব্যাট থেকে এল ৪২ বলে ৩৪ রান। চারটি বাউন্ডারি মারেন তিনি। ওপেন করতে নেমে মালানের সংগ্রহ ২৭ বলে ১৫। তাঁর ইনিংসে রয়েছে তিনটি চার। এ ছাড়া মার্কো জানসেনের সংগ্রহ ১৯ বলে ১৪। বাকিরা কেউই উইকেটে থিতু হতে পারলেন না।
দক্ষিণ আফ্রিকাকে শুরুতেই ধাক্কা দেন সিরাজ। তাঁর পর ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, শাহবাজ আহমেদরাও নিয়মিত ব্যবধানে উইকেট তুলে নিলেন। ভারতের সফলতম বোলার কুলদীপ মাত্র ৪.১ ওভারে ১৮ রান দিয়ে ৪ উইকেট নেন। বিয়র্ন ফরটুইন এবং এনরিখ নরকিয়াকে পর পর দু’বলে আউট করে হ্যাটট্রিকের সুযোগও পেয়েছিলেন কুলদীপ। যদিও সেটা কাজে লাগেনি। ১৫ রানে ২ উইকেট নিলেন ওয়াশিংটন। ১৭ রানে ২ উইকেট সিরাজের। বাংলার শাহবাজ ২ উইকেট নিলেন ৩২ রান খরচ করে।
জয়ের জন্য ১০০ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ভারত শুরুতে আগ্রাসী মেজাজ দেখালেও ধাওয়ান দ্রুত ফিরে যান। তিনি মাত্র ৮ রান করে রান আউট হয়ে গেলেও উইকেটের অন্য প্রান্তে মেজাজে ছিলেন শুভমন গিল। তিন নম্বরে নেমে ঈশান কিশান করলেন মাত্র ১০ রান। তবে ৫৮ রানে ২ উইকেট হারালেও লক্ষ্য বেশি না হওয়ায় সমস্যা হয়নি ভারতের। শুভমনের সঙ্গে আগ্রাসী ব্যাটিং শুরু করেন শ্রেয়স আইয়ারও। দলকে জয়ের দরজায় পৌঁছে দিয়ে আউট হন শুভমন। ৫৭ বলে ৪৯ রান করলেন আটটি বাউন্ডারির সাহায্যে। এক রানের জন্য মিস করলেন হাফসেঞ্চুরি। শেষ পর্যন্ত শ্রেয়স ২৮ রানে এবং সঞ্জু স্যামসন ২ রানে অপরাজিত থাকেন।