জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইংল্যান্ড অলরাউন্ডার মঈন আলি (Moeen Ali) ২০২১ সালে টেস্ট ক্রিকেটকে আলবিদা বলেছিলেন। দু'বছর পর অবসর ভেঙে লাল বলের ক্রিকেট প্রত্যাবর্তন করলেন ৩৫ বছরের ক্রিকেটার। তাঁকে নিয়েই হল বেন স্টোকসদের অ্যাশেজ দল। ইংল্যান্ড টেস্ট দলের কোচ ব্রেন্ডন ম্যাকালাম স্টোকসদের মাথায় এসেই বলেছিলেন যে, তিন মঈনকে ফেরাবেন। কিউয়ি কিংবদন্তি তাঁর কথা রাখলেন। আগামী ১৬ জুন থেকে শুরু ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার প্রেস্টিজ ফাইট, ওরফে ঐতিহ্যের অ্যাশেজ (The Ashes)। প্রথম দুই টেস্টের জন্য দল বেছে নিয়েছেন ম্যাকালামরা। সেই দলে রয়েছেন মঈন। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড বিবৃতি দিয়ে জানিয়ে দিল বুধবার। গত রবিবার সমারসেটের জ্যাক লিচ (Jack Leach) স্ট্রেস ফ্র্যাকচারের জন্য নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজ থেকে। তাঁর জায়গায় এলেন  ব্রিটিশ নক্ষত্র। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২০২১ পর্যন্ত মঈন খেলেছেন ৬৪টি টেস্ট। তাঁর ব্যাট থেকে ২৯১৪ রান এসেছে। তারকা স্পিনার হাত ঘুরিয়ে নিয়েছেন ১৯৫টি উইকেট। মঈনের পাঁচটি সেঞ্চুরি ও ১৪টি হাফ-সেঞ্চুরি রয়েছে। আগামী ১৮ জুন ৩৬ বছরে পা দেবেন মঈন। আর সেদিন এজবাস্টনে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া প্রথম অ্যাশেজ টেস্ট খেলবে। ইংল্যান্ড পুরুষ দলের ম্যানেজিং ডিরেক্টর রব কি মঈনের প্রত্যাবর্তনের প্রসঙ্গে বলেন, 'আমরা চলতি সপ্তাহের শুরুতে মঈনের সঙ্গে কথা বলি। ওকে টেস্ট ক্রিকেটে ফেরার জন্য বলি। ও কয়েক'টি দিন এটা নিয়ে ভাবে। টেস্ট ক্রিকেটে ফিরতে পেরে মো রোমাঞ্চিত। ওর বিপুল অভিজ্ঞতা ও অলরাউন্ড দক্ষতা আমাদের অ্যাশেজ অভিযানে কাজে আসবে। আমরা মো ও বাকি সকলকে অ্যাশেজের জন্য শুভেচ্ছা জানাই।' এখন দেখার সাদা জার্সিতে মঈন ব্যাটে-বলে কী কামাল করতে পারেন!


আরও পড়ুন: WTC Final 2023 | Virat Kohli: 'কিং' ট্যাগ ছুড়ে ফেললেন বিরাট! তিনি তৈরি শিক্ষার্থী শুভমনের শিক্ষক হতে


ইংল্যান্ড অ্যাশেজ দল: বেন স্টোকস (ক্যাপ্টেন), মঈন আলি, জেমস অ্যান্ডারসন, জোনাথন বেয়ারস্টো, স্টুয়ার্ট ব্রড, হ্যারি ব্রুক, জ্যাক ক্রলে, বেন ডাকেট, ড্যান লরেন্স, অলি পোপ, ম্যাথিউ পটস, অলি রবিনসন, জো রুট, জোশ টাং, ক্রিস ওকস ও মার্ক উড।




(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)