নিজস্ব প্রতিনিধি : অনেকেই বলছেন, লিভারপুলের হয়ে তেমন একটা পারফর্ম করতে পারছেন না মহম্মদ সালাহ। ইংলিশ প্রিমিয়র লিগে মিশরের ফরোয়ার্ডের পারফরম্যান্স নিয়ে ইতিমধ্যে আলোচনাও চলছে। কিন্তু লিভারপুলের সালাহ কিন্তু দেশের জার্সিতে একদম অন্যরকম। মিশরের জার্সি গায়ে সব সময়ই যেন তিনি নিজের সেরাটা তুলে ধরেন। এই যেমন করলেন মিশর বনাম সোয়াজিল্যান্ডের ম্যাচে। কর্নার কিক থেকে সরাসরি বল গোলের জালে জড়িয়ে দিলেন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  ২০২২ বিশ্বকাপ জেতার ক্ষমতা রাখে মেসি: জর্জ সাম্পাওলি


আফ্রিকান কাপ অফ নেশনস-টুর্নামেন্টের কোয়ালিফাইং ম্যাচ চলছিল। ম্যাচের প্রথমার্ধে কর্নার পায় মিশর। কর্নার কিক থেকে বল গোলের জালে জড়িয়ে দেন সালাহ। অথচ গোলকিপার কিন্তু ঠিকঠাক পজিশনে ছিলেন। কিন্তু তার সত্ত্বেও সালাহর বাঁকানো শটের কাছাকাছি পৌঁছতে পারেননি। সালাহর গোলে প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে যায় মিশর। এর পর আর ম্যাচে ফিরতে পারেনি দক্ষিণ আফ্রিকার দেশ সোয়াজিল্যান্ড। তবে এমন একটা চমকপ্রদ গোল করার পরও দিনটা ভাল গেল না সালাহর। গোল করার কিছুক্ষণ পরই তাঁকে চোট পেয়ে মাঠ ছাড়তে হল।


আরও পড়ুন-  বাবা হতে চলেছেন গ্রিজম্যান,পুত্র না কন্যা সন্তান? ফুটবলের ভাষায় জানালেন এজি সেভেন


এই নিয়ে দেশের জার্সিতে ৪০টা গোল করে ফেললেন সালাহ। আফ্রিকা নেশনস কাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের মধ্যে এখন তিন নম্বরে রয়েছেন লিভারপুলের স্ট্রাইকার। অন্যদিকে, রেকর্ড করল মিশর। আফ্রিকা নেশনস কাপের কোয়ালিফাইং রাউন্ডে ১৩ নম্বর গোল করল মিশর। যা কিনা ইজিপ্টের এই টুর্নামেন্টে সর্বোচ্চ গোলের রেকর্ড। ৮৮ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন সালাহ। ব্যথায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়েন তিনি। তবে পরে মিশর দলের ফিজিও জানান, সালাহর পেশিতে টান লেগেছে। চোট গুরুতর নয়।