নিজস্ব প্রতিবেদন: মিশরের রাজা তিনি। এবার বিশ্বসেরা হওয়ার অপেক্ষায় মিশরের তারকা ফুটবলার মহম্মদ সালা। মিশর বিশ্বচ্যাম্পিয়ন হবে কি না সেটা নির্ভর করছে সালার ফর্মের উপর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- একমাত্র আফগান, যিনি ভারতের হয়ে টেস্ট খেলেছেন


মিশরের বাঁ পায়ের জাদুকর তিনি। চলতি মরসুমটা স্বপ্নের মত কেটেছে মহম্মদ সালার। লিভারপুলের হয়ে ৪৪ গোল করেছেন মিশরের এই উইঙ্গার। প্রথমবার বিশ্বকাপ জয়ের লক্ষ্যে মাঠে নামতে চলেছেন সালা। মেগা মঞ্চে নিজের জাত চেনাবার জন্য তৈরি মিশরের এই সুপারস্টার। শুধু ক্লাবের হয়েই নয় দেশের হয়েও একই ছন্দে পাওয়া গেছে সালাকে। বিশ্বকাপের যোগ্যতানির্ধারণী পর্বের ম্যাচে ৫ গোল করেছিলেন তিনি। চোটের জন্য বিশ্বকাপের প্রথম ম্যাচে সালা খেলতে পারবেন কি না সে ব্যাপারে ধোঁয়াশা রয়েছে।  এবার এক নজরে দেখে নেব বিশ্বকাপে সালা-


নাম- মহম্মদ সালা


দেশ- মিশর


ম্যাচ- ৫৬


গোল- ৩৫


২৪ বছর পর সালার হাত ধরেই বিশ্বকাপে খেলছে মিশর। প্রাথমিকভাবে দেশকে নকআউট পর্বে পৌঁছে দেওয়াই লক্ষ্য মহম্মদ সালার।


আরও পড়ুন- আফগানদের অভিষেক টেস্টে জোড়া শতরান ধাওয়ান-বিজয়ের, ব্যাটন ভারতের হাতে