Mohammedan Sporting, CFL 2022: পরপর দুবার কলকাতা লিগ জিতল মহামেডান স্পোর্টিং
পরপর দু’বার কলকাতা লিগ জিতল মহামেডান স্পোর্টিং ক্লাব। লিগের শেষ ম্যাচে মাঠে নামার আগেই চ্যাম্পিয়ন হয়ে গেল সাদা-কালো ব্রিগেড। রবিবার ভবানীপুর বনাম এরিয়ানের ম্যাচ ড্র হয়ে যায়। আর সেই ফলাফলের পরেই নিশ্চিত হয়ে যায় যে, ফের ট্রফি যাচ্ছে ময়দানের আর প্রধানে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পরপর দু’বার কলকাতা লিগ জিতল মহামেডান স্পোর্টিং ক্লাব। লিগের শেষ ম্যাচে মাঠে নামার আগেই চ্যাম্পিয়ন হয়ে গেল সাদা-কালো ব্রিগেড। রবিবার ভবানীপুর বনাম এরিয়ানের ম্যাচ ড্র হয়ে যায়। আর সেই ফলাফলের পরেই নিশ্চিত হয়ে যায় যে, ফের ট্রফি যাচ্ছে ময়দানের আর প্রধানে। সব মিলিয়ে মোট তেরো বার কলকাতা লিগ জিতল মহামেডান। এবার মঙ্গলবারের ম্যাচে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে শুধুমাত্র নিয়মরক্ষার ম্যাচে নামতে চলেছেন মার্কাস জোসেফ, প্রীতম সিংরা। এর আগে ১৯৪০ ও ১৯৪১ সালে পরপর দু’বছর কলকাতা লিগ জিতেছিল মহামেডান।
কলকাতা লিগের সুপার সিক্স পর্যায়ে তিন ম্যাচে জয় পেয়ে লিগ টেবিলে সবার উপরে ছিল সাদা-কালো শিবির। খেতাবের দৌড়ে তাদের মূল লড়াই ছিল ভবানীপুরের সঙ্গে। তাই রবিবারের ম্যাচের দিকে তাকিয়ে ছিলেন মহামেডান সমর্থকরা। আগের ম্যাচেই ইস্টবেঙ্গলকে ২-০ গোলে হারিয়ে দিয়েছিল ভবানীপুর। তাই রঞ্জন চৌধুরীর দলকে নিয়ে বেশ চিন্তায় ছিলেন সাদা-কালোর সমর্থকরা।
তবে ইস্টবেঙ্গলকে হারিয়ে দিলেও এরিয়ানের কাছে আটকে গেল ভবানীপুর। ১-১ গোলে ড্র হয়ে যায় ম্যাচ। চার ম্যাচে তাদের সংগ্রহ ৭ পয়েন্ট। ইতিমধ্যেই তিন ম্যাচে জিতে মহমেডান ৯ পয়েন্ট পেয়ে গিয়েছে। অন্য কোনও দলের পক্ষে আর মহামেডানকে টপকে যাওয়া সম্ভব নয়। ময়দানের মিনি ডার্বির আগেই খুশির খবর পৌঁছে গেল মহমেডান শিবিরে।