নিজস্ব প্রতিবেদন: প্রতিবারই ভারত-পাকিস্তান (IND vs PAK) ম্যাচের আগে থেকেই দুই দেশের প্রাক্তনরা মজার ছলে বাগযুদ্ধে মাতেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। এবার ভারতের হয়ে হরভজন সিং (Harbhajan Singh) 'লড়েছেন'। কখনও শোয়েব আখতার (Shoaib Akhtar) তো কখনও মহম্মদ আমিরকে (Mohammad Amir) দুসরা দিয়ে গিয়েছেন তিনি। এবার পাকিস্তান ভারতকে হারানোর পর প্রাক্তন পাক পেসার আমির সোশ্যাল মিডিয়ায় বাউন্সার দিলেন ভাজ্জিকে। 



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সোমবার আমির ট্যুইটারে হরভজনকে ট্যাগ করে লেখেন, "সবাইকে হ্যালো। একটা জিনিস জানবার ছিল, হরভজন সিং পাজি টিভি ভাঙেননি তো! দিনের শেষে এটা ক্রিকেট।" ২০১৬ সালে টি-২০ বিশ্বকাপের আয়োজক দেশ ছিল ভারত। সেবার সুপার টেনের ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। শাহিদ আফ্রিদির পাকিস্তানকে কুড়ি ওভারের মধ্যে ১১৮ রানে বেঁধে ফেলেছিল ধোনির ভারত। জবাবে বিরাট কোহলির ব্যাটে (৩৭ বলে ৫৫) ভর করে ভারত ম্যাচ জিতেছিল ৬ উইকেটে। ওই ম্যাচের পর বহু পাকিস্তানি সমর্থক হতাশায় টিভি ভেঙেছিলেন। তারপর থেকেই এমনটা মনে কর হয় যে, পাকিস্তান বিশ্বকাপের আসরে ভারতের কাছে হারলেই ফের না টিভি ভাঙে! যদিও এবার উল্টো হওয়ায় আমির তাই এমন প্রশ্ন করলেন ভাজ্জিকে। ভারত-পাকিস্তানের বিশ্বকাপ পরিসংখ্যান দেখিয়ে ম্যাচের আগে পঞ্জাব পুত্তর হরভজন বলেছিলে যে, পাকিস্তান কেনই বা ভারতের সঙ্গে খেলতে চায়? 'ওয়াকওভার' দিলেই পারে তারা। 


আরও পড়ুন: WT20, IND vs PAK: কেন হাঁটু মুড়ে প্রতিবাদ করেছিল Team India? জানালেন Virat Kohli


দুবাইয়ে ভারতের ১৫১ রান তাড়া করতে নেমে পাকিস্তান দুবাইয়ে ১০ উইকেটে জিতে যায় হাতে ১৩ বল বাকি রেখে। দুই পাক ওপেনারই ম্যাচ জিতিয়ে দেন। ক্যাপ্টেন বাবর আজম (৫২ বলে ৬৮) ও মহম্মদ রিজওয়ান (৫৫ বলে ৭৯) অপরাজিত থেকে ইতিহাস লেখেন মরুদেশে। এর আগে বিশ্বকাপের মঞ্চে ভারতকে কখনও হারাতে পারেননি পাকিস্তান। ভারতের পক্ষে রেকর্ড ছিল ১২-০। কিন্তু ১৩তম সাক্ষাতে পাকিস্তানের ভাগ্যের চাকা ঘুরে গেল। ভারতকে হারানোর স্বাদ পেল তারা। সৌজন্যে পাক ক্যাপ্টেন বাবর আজম (Babar Azam)। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)