নিজস্ব প্রতিবেদন: ভারতীয় ক্রিকেটের অন্দরমহলে এই মুহূর্তে প্রলয় চলছে! বিরাট কোহলির (Virat Kohli) হাত থেকে ওয়ানডে ক্যাপ্টেনসির ব্যাটন রোহিত শর্মার (Rohit Sharma) হাতে যাওয়ার পর থেকেই বিতর্কের সুনামি উঠেছে। তার মধ্যে দক্ষিণ আফ্রিকায় (South Africa) উড়ে যাওয়ার আগে জোড়া ধাক্কায় বিধ্বস্ত হয়েছে ভারতীয় দল (Team India)। বাঁ-হাতের হ্যামস্ট্রিং-এ চোটের জন্য টেস্ট সিরিজ থেকে ইতিমধ্যেই ছিটকে গিয়েছেন সহ অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অন্য়দিকে মঙ্গলবার সকালে জানা গিয়েছে যে, ব্যক্তিগত কারণে একদিনের সিরিজ থেকে বিশ্রাম নিতে পারেন বিরাট কোহলি (Virat Kohli)। তিনি নাকি সেটা বিসিসিআই (BCCI) কর্তাদের জানিয়েও দিয়েছেন। যদিও ক্রিকেটমহলের একাংশের দাবি, পঞ্চাশ ওভারের ক্রিকেটের নেতৃত্ব থেকে ছেঁটে ফেলার জন্যই নাকি এমন সিদ্ধান্ত নিয়েছেন কোহলি। যা বোর্ডের উপর আরও চাপ বাড়িয়েছে। আর এই পরিস্থিতিতে কার্যত আগুনে ঘি ঢাললেন মহম্মদ আজহারউদ্দিন (Mohammad Azharuddin)। প্রাক্তন ভারত অধিনায়ক সোশ্যাল মিডিয়ায় বড় বার্তা দিয়েছেন। যা কোহলি-রোহিত 'দ্বন্দ' উসকে দিয়েছে।



আরও পড়ুন: SAvsIND: কে Priyank Panchal? কাকে অনুসরণ করে এগোতে চাইছেন এই ওপেনার?


হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ট্যুইটারে লেখেন, "বিরাট কোহলি জানিয়েছে যে, ওয়ানডে সিরিজের জন্য তাঁকে পাওয়া যাবে না। অন্যদিকে রোহিত শর্মা আসন্ন টেস্টে খেলছেন না। বিরতি নেওয়ার মধ্যে কোনও ক্ষতি নেই। কিন্তু সময়টা আরও একটু ভাল হতে পারত। এটা দু'জনের দ্বন্দের অনুমানকে আরও জোরাল করে। ক্রিকেটের অন্যদিকটার কথাও ছাড়া যাচ্ছে না।" আজহারউদ্দিনের মতো এমন এক ক্রিকেটীয় চরিত্রের থেকে এহেন মন্তব্য নিঃসন্দেহে ফ্যানদের বিরাট-রোহিত ইস্যুতে বেশি করে ভাবাবে, তা বলাই যায়।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)