ধোনিকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া নিয়ে ক্ষুব্ধ আজারুদ্দিন
ব্যুরো: রাইজিং পুণে সুপার জায়েন্টস কর্তাদের কড়া সমালোচনা করলেন প্রাক্তন ভারত অধিনায়ক মহম্মদ আজারুদ্দিন। (দশম আইপিলের সবথেকে দামী ক্রিকেটার, অলরাউন্ডার বেন স্টোকস)
এবারের আইপিএলের নিলামের ঠিক আগে এমএস ধোনিকে নেতৃত্ব থেকে যে ভাবে সরিয়ে দিয়েছেন পুণে কর্তারা সেটা মেনে নিতে পাচ্ছেন না আজহার। প্রাক্তন ভারত অধিনায়ক মনে করেন যে কায়দায় ধোনিকে নেতৃত্ব থেকে সরানো হয়েছে সেটা পুরোটাই কুরুচিকর এবং তৃতীয় শ্রেনীর মানসিকতার প্রমান। শেষ আট নয় বছরে ধোনি ভারতীয় ক্রিকেটের রত্ন বলে মাহির প্রশংসা করেছেন আজহার। (অনন্য সন্মানে দীপা কর্মকারকে সন্মানিত করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যনার্জি)