অনলাইনে ক্লাস নিচ্ছেন Mohammad Azharuddin ! শেখাচ্ছেন ব্যাটিং, দিচ্ছেন টিপস
অনলাইনে ব্যাটিং ক্লাস নেওয়ার ভিডিয়ো টুইটারে শেয়ার করলেন আজ্জু।
নিজস্ব প্রতিবেদন: ভারতের ক্রিকেট ইতিহাসে মহম্মদ আজহারউদ্দিন (Mohammad Azharuddin) নিজেই একটা অধ্যায়। অসাধারণ অধিনায়কের পাশাপাশি ছিলেন একজন বিশ্বমানের ব্যাটসম্যান। হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের (Hyderabad Cricket Association president) সভাপতি এবার প্রশিক্ষকের ভূমিকায়।
অনলাইনে ব্যাটিং ক্লাস নেওয়ার ভিডিয়ো টুইটারে শেয়ার করলেন আজ্জু। এর পাশাপাশি তিনি লিখে দিলেন যে, কারোর যদি ব্যাটিং টিপস লাগে, তাহলে কমেন্ট সেকশনে প্রশ্ন করলেই হবে। আজহারউদ্দিন পরামর্শ দেবেন।
আরও পড়ুন: AFC খেলতে শনির সকালে মলদ্বীপ উড়ে যাচ্ছে ATK Mohun Bagan
১৯৮৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের হয়ে টেস্ট অভিষেক করেই বিশ্ব রেকর্ড করেছিলেন আজহারউদ্দিন। পরপর তিন টেস্টে তিনি শতরান হাঁকান। কলকাতার ইডেন গার্ডেন্সে প্রথম টেস্টে আজহার করেছিলেন ১১০ রান। এরপর চেন্নাই টেস্টে তিনি করেন ৪৮ ও ১০৫। ফের কানপুরে তাঁর কেরিয়ারের তৃতীয় টেস্টে গিয়ে ১২২ ও অপরাজিত ৫৪। আজহারের এই রেকর্ড আজও অক্ষত।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)