জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: চোটের জন্য় আসন্ন এশিয়া কাপ (Asia Cup 2022) থেকে ছিটকে গিয়েছেন শাহিন আফ্রিদি (Shaheen Afridi)। তারকা পাক পেসারের পরিবর্ত খুঁজে নিল পাকিস্তান। শাহিনের জায়গায় দলে এলেন মহম্মদ হাসনায়েন (Mohammad Hasnain)। চলতি হান্ড্রেড ( Hundred) টুর্নামেন্টে হাসনায়েন খেলছেন ওভাল ইনভিন্সিবলসের (Oval Invincibles) হয়ে। ব্রিটিশভূম থেকে হাসনায়েন চলে যাবেন সংযুক্ত আরব আমিরশাহিতে। ২২ বছরের হাসনায়েন দেশের হয়ে এখনও পর্যন্ত ১৮টি টি-২০ ম্যাচ খেলেছেন। নিয়েছেন ১৭টি উইকেট। হাসনায়েনকে পাকিস্তানের আগামীর প্রতিভা হিসাবে দেখা হচ্ছে। এখন দেখার বড় মঞ্চে নিজেকে কতটা প্রমাণ করতে পারেন হাসনায়েন। এশিয়া কাপে পাক দলে ছিল চার পেসার- নাসিম শাহ, মহম্মদ ওয়াসিম জুনিয়র, শাহনাওয়াজ দাহানি ও হ্যারিস রউফ। এবার তালিকায় যুক্ত হলেন হাসনায়েন। 



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Shaheen Afridi: হবু শ্বশুর আগেই সতর্ক করেছিলেন, কর্ণপাত না করেই চোট শাহিনের!


শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ খেলতে গিয়েই চোট পেয়েছিলেন শাহিন। গলে প্রথম টেস্টে চোট লেগে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে যান তিনি। যদিও শানিহের চোটের কথা মাথায় রেখেই তাঁকে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে রাখা হয়েছিল। এমনকী এশিয়া কাপের দলও তাঁকে নিয়ে করা হয়। পরে ফিটনেস পরীক্ষায় ব্যর্থ হওয়ায় শাহিন এশিয়া কাপ থেকেও ছিটকে যান। আগামী ২৮ অগস্ট ভারত-পাকিস্তান একে অপরের মুখোমুখি হচ্ছে। এশিয়া কাপের নিজেদের প্রথম ম্যাচে নামছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। গতবছর শেষবার দুবাইয়ে ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছিল মহাযুদ্ধে। ভারতকে ১০ উইকেটে হারিয়েছিল পাকিস্তান। শাহিনের আগুনে গতিতে নাস্তানাবুদ হয়েছিল টিম ইন্ডিয়া। ৩১ রানে তিন উইকেট নিয়েছিলেন তিনি। কেএল রাহুল, রোহিত শর্মা ও বিরাট কোহলি শাহিনের শিকার হয়েছিলেন। পাকিস্তানের প্রাক্তন কিংবদন্তি পেসার ওয়াকার ইউনিস বলেছেন যে, শাহিনের না থাকা ভারতের টপ অর্ডারের জন্য বিরাট স্বস্তিদায়ক। এখন দেখার শাহিনের জায়গায় কী ছাপ ফেলেন হাসনায়েন।


এশিয়া কাপে পাকিস্তানের দল: বাবর আজম (ক্যাপ্টেন), শাহদাব খান (ভাইস-ক্যাপ্টেন), আসিফ আলি, ফখর জামান, হায়দার আলি, হ্যারিস রউফ, ইফতিকার আহমেদ, খুশদিল শাহ, মহম্মদ হাসনায়েন, মহম্মদ নওয়াজ, মহম্মদ রিজওয়ান, মহম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, শাহনাওয়াজ দাহানি ও উসমান কাদির