নিজস্ব প্রতিবেদন: ১৭ অক্টোবর থেকে শুরু হয়ে গিয়েছে টি২০ বিশ্বকাপ (T20 World Cup 2021) । প্রথম ম্যাচেই পাকিস্তানের মুখোমুখি ভারত। ভারত-পাক ম্যাচ মানেই স্নায়ুযুদ্ধ।  আর সেই লড়াইয়ে কী কৌশল? দুই দলের থিঙ্কট্যাঙ্কই বা কী ভাবছে? মহারণের নানা দিক নিয়ে কথা বললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফ (Mohammad Kaif) ও পাকিস্তানের প্রাক্তন বোলার শোয়েব আখতার (Shoaib Akhtar)। এখন থেকে ২৮ দিন Zee News-এ অন্দরের কথা বলবেন শোয়েব ও কাইফ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কে জিতবে? 


টি২০ বিশ্বকাপের আবহে 'সবসে বড়া মৌকা' অনুষ্ঠানে জিজ্ঞাস্য- কে জিতবে? এই প্রশ্নে মহম্মদ কাইফ জানান, ভারতীয় দল তৈরি। ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দল এগিয়ে থাকে। তা মেনে নিয়ে শোয়েব আখতারের বক্তব্য, ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানের চেয়ে এগিয়ে। তবে এটাও মনে করেন, চ্যালেঞ্জের জবাব দিতে তৈরি পাক দলও।


সচিনকে নিয়ে শোয়েব


নিজের বই 'কন্ট্রোভার্সিয়ালি ইওরস'-এ শোয়েব, সচিন তেন্ডুলকরের দুর্বলতা নিয়ে লিখেছেন বলে জল্পনা। তা খারিজ করে তিনি বলেন,''এমনটা কখনও লিখিনি।'' শোয়েবের মত, সচিন বিশ্বের শ্রেষ্ঠ ক্রিকেটার। সচিনের সঙ্গে তাঁর সুসম্পর্কের কথাও বলেছেন তিনি। শোয়েবের কথায়,''সচিনের ব্যাপারে এই ধরনের কথা ভাবাও যায় না।''


পছন্দের ক্রিকেটার কে? 


পছন্দের ক্রিকেটার নিয়ে প্রশ্নে শোয়েব আখতার জানান, রোহিত শর্মাকে ভালো লাগে তাঁর। রোহিতের নাম গ্রেট রোহিত শর্মা হওয়া উচিত। রোহিতের পর ঋষভ পন্থকে ভালো লাগে শোয়েবের। বিরাটকে নিয়ে শোয়েবের মন্তব্য, নিজেকে প্রমাণ করার সুযোগ পেতে চলেছেন কোহলি।


আরও পড়ুন- WT20: ওপেন করবেন Virat-Rohit! জানাচ্ছেন প্রাক্তন বিশ্বকাপ জয়ী ভারতীয়


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)