নিজস্ব প্রতিবেদন: ভারত ওভাল টেস্ট (Oval Test) জিতলে তিনি 'নাগিন ডান্স' (Naagin dance) করবেন! প্রাক্তন সতীর্থ বীরেন্দ্র শেহওয়াগকে (Virender Sehwag) এমনটাই প্রতিশ্রুতি দিয়েছিলেন মহম্মদ কাইফ (Mohammad Kaif)। কথা দিয়ে কথা রাখলেন দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) ফিল্ডিং কোচ। স্টুডিয়োতেই সাপের মতো বেঁকে বেঁকে নাচলেন প্রাক্তন কিংবদন্তি ফিল্ডার। দিল্লি ক্যাপিটালস সেই ভিডিয়ো ইনস্টাগ্রামে পোস্ট করল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: ICC Test Rankings: কোহলির আগেই রোহিত, অনেকটা এগিয়ে গেলেন শার্দূল




ওভাল টেস্ট জয়ের জন্য ইংরেজদের লক্ষ্যমাত্রা ছিল ৩৬৮ রানের। শেষ দিনে ইংল্যান্ডের (England) হাতে ছিল ১০ উইকেট। করতে হত ২৯১। অপ্রত্যাশিত কিছু ঘটাতে পারেননি জো রুটরা (Joe Root)। ১৫৭ রানেই বিরাট জয় পায় টিম ইন্ডিয়া (Team India)। ওভালে এই মুহূর্ত এসেছিল দীর্ঘ ৫০ বছর ১৩ দিন পর। ১৯৭১ সালে এই মাঠে জিতেছিল অজিত ওয়াদেকরের ভারত। কাইফের এই নাচ সোশ্যাল মিডিয়ার মন জয় করে নিয়েছিল। কাইফে ফ্যানেরা চুটিয়ে উপভোগ করলেন তাঁর নাচ।


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)