ICC Test Rankings: কোহলির আগেই রোহিত, অনেকটা এগিয়ে গেলেন শার্দূল

Sep 08, 2021, 18:05 PM IST
1/11

আইসিসি-র সদ্য়প্রকাশিত টেস্ট ব়্যাঙ্কিংয়ে

ICC Test Rankings

নিজস্ব প্রতিবেদন: আইসিসি-র সদ্য়প্রকাশিত টেস্ট ব়্যাঙ্কিংয়ে রোহিত শর্মা থাকলেন পাঁচেই। তবে ওভাল টেস্টের দ্বিতীয় ইনিংসে অনন্য সেঞ্চুরির (১২৭) সুবাদে ক্যাপ্টেন বিরাট কোহলির থেকে ৩০ রেটিং পয়েন্টে এগিয়ে গেলেন তিনি। অন্যদিকে শার্দূল ঠাকুর বলের পাশাপাশি ওভাল টেস্টে ব্যাট হাতেও কামাল করেছেন। প্রথম ইনিংসে দুরন্ত ৫৭ রানের পর দ্বিতীয় ইনিংসে তাঁর ব্যাটে এসেছে ৬০টি রান। যমজ হাফ-সেঞ্চুরিতে ৭৯ নম্বর থেকে ৫৯ নম্বরে চলে এলেন তিনি। দেখে নেওয়া যাক প্রথম দশে কোন কোন ব্য়াটসম্যান রয়েছে।

2/11

জো রুট

Joe Root

একে ইংরেজ অধিনায়ক জো রুট (৯০৩ পয়েন্ট)  

3/11

কেন উইলিয়ামসন

 Kane Williamson

দুইয়ে নিউজিল্যান্ড ক্যাপ্টেন কেন উইলিয়ামসন (৯০১ পয়েন্ট)  

4/11

স্টিভ স্মিথ

Steve Smith

তিনে স্টিভ স্মিথ (৮৯১ পয়েন্ট)  

5/11

মার্নাস লাবুশানে

Marnus Labuschagne

চারে মার্নাস লাবুশানে (৮৭৮ পয়েন্ট)

6/11

রোহিত শর্মা

Rohit Sharma

পাঁচে রোহিত শর্মা (৮১৩ পয়েন্ট)

7/11

বিরাট কোহলি

Virat Kohli

ছয়ে ভারত অধিনায়ক বিরাট কোহলি (৭৮৩ পয়েন্ট)

8/11

বাবর আজম

Babar Azam

সাতে পাক অধিনায়ক বাবর আজম (৭৪৯ পয়েন্ট)  

9/11

ডেভিড ওয়ার্নার

David Warner

আটে ডেভিড ওয়ার্নার (৭২৪ পয়েন্ট)

10/11

কুইন্টন ডি কক

Quinton de Kock

নয়ে কুইন্টন ডি কক (৭১৭ পয়েন্ট)

11/11

হেনরি নিকোলস

Henry Nicholls

প্রথম দশে শেষ নাম হেনরি নিকোলস (৭১৪ পয়েন্ট)