ওয়েব ডেস্ক: আফগানিস্থানের ক্রিকেটার হয়েও বিশ্বক্রিকেটে নিজের একটা মারকুটে ব্যাটসম্যানের ইমেজ তৈরি করে ফেলেছেন মহম্মদ শাহাজাদ। বিরাট কোহলিকে টপকে তিনিই টি২০-তে এখন সর্বোচ্চ রানের অধিকারী! গ্রেটার নয়ডাতে আয়ারল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি২০ ম্যাচ খেলার সময় এই রেকর্ড করেন তিনি। আপাতত ৫৮টি টি২০ ম্যাচ খেলে মহম্মদ শাহাজাদ করেছেন ১৭৭৯ রান। সেখানে বেশ খানিকটা পিছিয়ে ভারতীয় দলের অধিনায়ক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন পাকিস্তানের সেনাবাহিনীতে যোগ দিচ্ছেন মার্লন স্যামুয়েলস?


বিরাট কোহলি ৪৮ ম্যাচ খেলে করেছেন ১৭০৯ রান। যদিও টি২০ ক্রিকেটে সর্বোচ্চ রানের বিচারে মহম্মদ শাহাজাদের আগেও রয়েছেন আরও তিন ক্রিকেটার। প্রথম স্থানে রয়েছেন ব্রেন্ডন ম্যাককালাম ২১৪০ রান। দ্বিতীয় স্থানে থাকা তিলকরত্নে দিলশানের রান ১৮৮৯। তৃতীয় স্থানে থাকা মার্টিন গাপ্তিলের রান ১৮০৬। চতুর্থ এবং পঞ্চমস্থানে রয়েছেন শাহাজাদ এবং বিরাট কোহলি।


আরও পড়ুন  ফরাসি লিগে মেমফিস ডিপায়ের বিস্ময়কর গোল