নিজস্ব প্রতিনিধি: টিম ইন্ডিয়ার ফাস্ট বোলার মহম্মদ শামি সম্পর্কে চাঞ্চল্যকর অভি‌যোগ করলেন তাঁর স্ত্রী হাসিন জাহান। ফেসবুকে একাধিক পোস্ট করে হাসিন দাবি করেছেন, শামির একাধিক বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। শুধু তাই নয় তাঁকে মানসিক ও শারীরিক অত্যাচারও করেন শামি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


শামির স্ত্রী তাঁর বক্তব্যের সমর্থনে একাধিক ছবি পোস্ট করেছেন তাঁর পোস্টে। হাসিন জানিয়েছে, ‌’যা কিছু জানিয়েছি তা কোনও হিমশৈল্যের চূড়া মাত্র। শামির কাণ্ডকারখানা আরও নোংরা। একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক রয়েছে ওর।’


অারও পড়ুন-রাজের বিয়ের দিনই 'লালে লালেশ্বরী' মিমি


হাসিন জাহানের দাবি তিনি শামির একাধিক সম্পর্কের কথা জেনেছেন তার ফোন থেকে। ওই ফোন তিনি পেয়েছেন শামির বিএমডাবিলিউ গাড়ি থেকে। ওই ফোনটি ২০১৪ সালে শামিকে উপহার দিয়েছিল দিল্লি ডেয়ার ডেভিলস।



শুধুমাত্র অভি‌যোগই নয়, ভারতের এই স্পিড স্টারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও ভাবছেন হাসিন। তাঁর দাবি, শামির মা ও ভাই তাঁকে গালিগালাজ করেন। এমনকি তাঁকে মেরে ফেলারও হুমকি দিয়েছেন। দক্ষিণ আফ্রিকা সফর থেকে ফিরে একবার তাঁকে মারধরও করেছেন শামি।