নিজস্ব প্রতিবেদন : অবশেষে ইয়ো ইয়ো টেস্টে পাস করলেন ভারতীয় পেসার মহম্মদ শামি। ফিটনেস টেস্টে পাস করতে না পেরে আফগানিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে একটি মাত্র টেস্ট থেকে বাদ পড়েছিলেন তিনি।  এবার সেই ফিটনেস টেস্টে পাস করে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজে নির্বাচকদের সামনে দরজা খোলা রাখলেন মহম্মদ শামি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন - সিরিজ জয়ের পর লেন্সবন্দি বিরুষ্কা-র আলিঙ্গন, নেচে ভাইরাল ধোনি কন্যা


সম্প্রতি ফিটনেস একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে টিম ইন্ডিয়ার। চোটের জন্য ইংল্যান্ড থেকে ফিরে আসতে হয়েছে যশপ্রীত বুমরাকে। ফিটনেস টেস্টে পাস করেই টেস্ট দলে আসতে হবে তাঁকেও। ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজে স্কোয়াডে তাঁর থাকার অনেকটাই নির্ভর করছে ফিটনেসের ওপর।


আরও পড়ুন - অর্জুনের বন্ধু ‘ফুচকাওয়ালা’-কে ক্রিকেট শেখালেন সচিন


ব্যক্তিগত সমস্যা মিটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য তৈরি মহম্মদ শামি। ৩০ টি টেস্টে ১০০টি উইকেট নিয়েছেন তিনি। ইংল্যান্ডের পরিবেশে ভারতীয় দলের অন্যতম অস্ত্র হয়ে উঠতে পারেন এই পেসার। তাই শামির মতো অভিজ্ঞ বোলারকে দলে নিতে পারেন জাতীয় নির্বাচকরা।


আরও পড়ুন - ইংল্যান্ড বিশ্বকাপ ফাইনালে উঠলেও বদলাচ্ছে না উইম্বলডন ফাইনাল!