নিজস্ব প্রতিবেদন: রঞ্জির কোনও ইনিংসেই ১৫ ওভারের বেশি বল করবে না, বোর্ডের এই সিদ্ধান্তকে পাত্তাই দিলেন না বাংলা দলের পেসার মহম্মদ শামি। কেরলের বিরুদ্ধে বাংলা দলের হয়ে ২৬ ওভার বল করলেন তিনি। এবং সেটা করলেন একেবারে নিজের সিদ্ধান্তেই। অধিনায়ক বা কোচ, কেউই তাঁর উপর কোনও রকম চাপ সৃষ্টি করেননি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কেরলের বিরুদ্ধে ২৬ ওভার বল করে ৩টি উইকেট এসেছে তাঁর ঝুলিতে। রান দিয়েছেন ১০০। মেডেন রয়েছে ৩টি। রঞ্জি ম্যাচে এই পারফরম্যান্সের পর শামি জানান, “যখন নিজের স্টেটের হয়ে খেলতে হয়, তখন স্বাভাবিকভাবেই বাড়তি দায়িত্ব নিতে হয়। আমার বল করতে ভালই লাগছিল এবং সত্যি বলতে কোনও সমস্যাই হয়নি। উইকেট থেকেও সাহায্য পাচ্ছিলাম। আর সেটা ভেবেই নিজের সিদ্ধান্তই বেশি বল করার সিদ্ধান্ত নিই”।


আরও পড়ুন- এই ভারতীয় ক্রিকেটারের জন্যই আজ ধোনি-সাক্ষী একসঙ্গে রয়েছেন!


ওই ম্যাচে বাংলার অন্যতম স্ট্রাইক বোলার অশোক দিন্দা ১৯ ওভার বল করেছেন। ১৮ ওভার বল করেছেন ঈশান পোড়েল। মুকেশ কুমার বল করেছেন ১৪ ওভার।


এখন প্রশ্ন, কেন শামিকেই ১৫ ওভারের বেশি বল করতে বারণ করেছিল বোর্ড?


ডিসেম্বরের ৬ তারিখ থেকে শুরু হচ্ছে গাভাস্কর-বর্ডার ট্রফি। অস্ট্রেলিয়া সফরে টেস্ট দলে আছেন মহম্মদ শামি। সেদেশে বুমরাহ, ভুবিদের সঙ্গে তিনিই হবেন ভারতীয় পেস আক্রমণের অন্যতম অস্ত্র। সেই কারণেই তাঁকে চাপমুক্ত রাখার জন্য পরিকল্পনা করে বিসিসিআই। শামিকে বলা হয়, তিনি যেন রঞ্জিতে কোনও মতেই ১৫ থেকে ১৭ ওভারের বেশি বল না করেন।  


আরও পড়ুন- GST-র জন্যই অজিদের কাছে প্রথম টি-টোয়েন্টিতে হেরেছে ভারত!


বোর্ডের এই নির্দেশই অমান্য করেছেন শামি। তাঁর যুক্তি, অনেকদিন পর সতীর্থদের সঙ্গে খেলার সুযোগ পেয়েছেন তিনি। এখানে ভাল করেই প্রস্তুতি নিয়েছেন এবং টেস্টের জন্যও তিনি প্রস্তুত, এমনটাই জানিয়েছেন মহম্মদ শামি।