হাইওয়েতে পরিযায়ী শ্রমিকদের সচেতনতার বার্তা দিয়ে খাদ্যসামগ্রী তুলে দিলেন মহম্মদ শামি
কোভিড 19-এর আতঙ্কের মধ্যেই বিভিন্ন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকরা ফিরে যাচ্ছেন নিজেদের রাজ্যে। কেউ ট্রেনে কেউ বা বাসে।
নিজস্ব প্রতিবেদন: ভারতীয় পেসার মহম্মদ শামি বাইশ গজে যতটা নির্দয়, বাস্তবজীবনে ঠিক তার উল্টোটাই, বরং অনেকটাই সদয়। উত্তরপ্রদেশে নিজের গ্রাম শাহাসপুরের কাছে ২৪ নম্বর জাতীয় সড়কে পরিযায়ী শ্রমিকদের ত্রান বিলি করেন শামি। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় শাহাসপুর জাতীয় সড়কের কাছে একটি অস্থায়ী খাদ্য বন্টন কেন্দ্র করে পরিযায়ী শ্রমিকদের ত্রান বিলি করেন ভারতীয় পেসার।
কোভিড 19-এর আতঙ্কের মধ্যেই বিভিন্ন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকরা ফিরে যাচ্ছেন নিজেদের রাজ্যে। কেউ ট্রেনে কেউ বা বাসে। উত্তরপ্রদেশের শাহাসপুরের কাছে ২৪ নম্বর জাতীয় সড়ক দিয়ে বিভিন্ন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকরা ফিরে যাচ্ছেন নিজেদের রাজ্যে। এই খবর পাওয়ার পর শামি ব্যক্তিগত উদ্যোগে বন্টন কেন্দ্রের সামনে বাস থামিয়ে পরিযায়ী শ্রমিকদের শুকনো খাবারের প্যাকেট বিলি করেন। খাদ্যসামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি প্রত্যেক পরিযায়ী শ্রমিকের হাতে গ্লাভস এবং স্যানিটাইজার তুলে দেন ভারতীয় পেসার। মহম্মদ শামির এই কর্মকান্ডের ছবি বিসিসিআই পোস্ট করেছে।
দু'মাস ধরে গোটা দেশ লকডাউন থাকায় পরিযায়ী শ্রমিকরা কার্যত বেকার হয়ে গেছেন। জমানো টাকা শেষ। বর্তমানে খাবার জোগাড় করার টাকা তাদের হাতে নেই। কার্যত নিঃস্ব হয়ে বাড়ির পথে এইসব পরিযায়ী শ্রমিকরা। খাদ্যসামগ্রী বিলি করার পাশাপাশি সমস্ত পরিযায়ী শ্রমিকের সচেতনতা বাড়াতে উদ্যোগী হন শামি।
আরও পড়ুন - শুধু ফুটবল নয়, ক্রিকেটেও আছে বর্ণবিদ্বেষ, দাবি ইউনিভার্স বসের