শুধু ফুটবল নয়, ক্রিকেটেও আছে বর্ণবিদ্বেষ; দাবি ইউনিভার্স বসের

কৃষ্ণাঙ্গ হিসেবে আমি গর্বিত ...

Updated By: Jun 2, 2020, 01:55 PM IST
শুধু ফুটবল নয়, ক্রিকেটেও আছে বর্ণবিদ্বেষ; দাবি ইউনিভার্স বসের

নিজস্ব প্রতিবেদন:  পুলিশে নির্মমতার শিকার হয়ে আফ্রিকান-আমেরিকান জর্জ ফ্লয়েডের মৃত্যুতে উত্তাল মার্কিন মুলুক। বিক্ষোভ ছড়িয়ে পড়েছে বিভিন্ন শহরে। এবার ক্রিকেটের বর্ণবৈষম্য নিয়ে সরব হলেন ক্যারিবিয়ান সুপারস্টার ক্রিস গেইল।

একরাশ ক্ষোভ উগড়ে দিয়ে গেইল লিখেছেন, " কালো মানুষদেরও জীবনের দাম আছে। কালো মানুষরা দামি। সব বর্ণবৈষম্য নিপাত যাক! কৃষ্ণাঙ্গদের বোকা ভাববেন না, ভাবা বন্ধ করুন। আমি সেই সব কালো মানুষদের বলছি যাঁরা নিজেদেরকে ছোট ভাবে দেখেন। আমিও গোটা বিশ্বে ঘুরেছি, কালো বলে আমিও বর্ণবিদ্বেষমূলক মন্তব্যের শিকার হয়েছি। "

 

পাশাপাশি ইউনিভার্স বস আরও বলেন, "শুধু ফুটবল নয়, ক্রিকেটেও আছে বর্ণবিদ্বেষ! এমনকী নিজের দলে আমি কালো বলে নানা আঘাত পেয়েছি। কিন্তু কৃষ্ণাঙ্গ হিসেবে আমি গর্বিত।"

 

আরও পড়ুন - দুই বিশ্বকাপজয়ী অধিনায়কের নামে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজের প্রস্তাব ওয়াকারের

 

.