জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতীয় দলের তারকা পেসার মহম্মদ শামির (Mohammed Shami) আন্তর্জাতিক টি-২০ প্রত্যাবর্তন বড় ধাক্কা খেয়েছে। কোভিড (COVID 19) আক্রান্ত হওয়ায় 'সহেসপুর এক্সপ্রেস'-এর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলা হবে না! বিসিসিআই (BCCI) মেইল মারফত শামির অনুপস্থিতি জানিয়ে দিয়েছে। মঙ্গলবার অর্থাৎ ২০ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মোহালিতে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। ইতিমধ্যেই দল পৌঁছে গিয়েছে ওখানে। শামির পরিবর্ত হিসাবে চেতন শর্মার নির্বাচক কমিটি বেছে নিয়েছে উমেশ যাদবকে (Umesh Yadav)। ঘটনাচক্রে উমেশ শেষ আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন ২০১৯ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশাখাপত্তনমে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দেশের জার্সিতে ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে উমেশের প্রত্যাবর্তন রূপকথার চেয়ে কম নয়। ৩৪ বছরের নাগপুরের পেসার বিদেশের মাটিতে মিডলসেক্সের হয়ে কাউন্টি খেলছিলেন। কোয়াড্রাইসেপস চোটের জন্য যদিও পুরো মরশুম খেলা হয়নি তাঁর। কিন্তু রয়্যাল লন্ডন কাপে ৭টি লিস্ট এ খেলায় ১৬টি উইকেট নেন। ইনিংসে পাঁচ এবং চার উইকেটও নেন তিনি। চলতি বছর আইপিএলে কেকেআরের জার্সিতেও দুরন্ত বল করেছেন উমেশ। এখন প্রশ্ন উমেশকে না নিয়ে ভারত কিন্তু নিয়মিত খেলার মধ্যে থাকা মহম্মদ সিরাজকেও নিতে পারত। এখন প্রশ্ন শামি কবে ফিরবেন। যা খবর তাতে করে মনে করা হচ্ছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কুড়ি ওভারের ফরম্যাটে, দেশের জার্সিতে দেখা যাবে টি-২০ বিশ্বকাপে স্ট্যান্ড-বাইতে থাকা শামিকে।



আরও পড়ুন: Mohammed Shami, IND vs AUS : কোভিড আক্রান্ত শামি! বড় ধাক্কা খেল টিম ইন্ডিয়া




অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের সংশোধিত দল: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ঋষভ পন্থ (উইকেটকিপার), দীনেশ কার্তিক (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া, আর অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব, হর্ষল প্যাটেল, দীপক চাহার ও জসপ্রীত বুমরা।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)