জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রায় দীর্ঘ এক বছর পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন জাতীয় দলের মেগাস্টার মহম্মদ শামি (Mohammed Shami)। গত বুধবার বাংলার হয়ে মাঠে নেমে পড়েছিলেন বোলিং মহাতারকা। ইন্দোরের হোলকার স্টেডিয়ামে, বাংলা-মধ্যপ্রদেশ রঞ্জি ম্যাচের হাত ধরে শামি, ৩৬০ দিন পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছিলেন। ম্যাচের প্রথম দিন ১০ ওভার বল করে ৩৪ রান দিয়ে কোনও উইকেট পাননি তিনি। শুরু হয়ে গিয়েছিল বিস্তর সমালোচনা। কিন্তু বাংলা-মধ্যপ্রদেশ রঞ্জি ম্যাচের দ্বিতীয় দিনই শামি বুঝিয়ে দেন যে, তিনি কোন ধাতুতে গড়া! ১৯ ওভার বল করে ৫৪ রান দিয়ে এক-দুই নয়, চার উইকেট তুলে উড়িয়ে দেন মধ্যপ্রদেশকে। শামির ছোটবেলার কোচ মহম্মদ বদরুদ্দিন জানিয়ে দিলেন যে, শামি যাচ্ছেন অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকর ট্রফি (Border-Gavaskar Trophy) খেলতে...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: পাক অধিকৃত কাশ্মীরে PCB-র সাধ! ICC করল একেবারে ধুয়ে মুছে সাফ...


এক সর্বভারতীয় সংবাদমাধ্য়মে দেওয়া সাক্ষাত্‍কারে শামির কোচ বদরুদ্দিন বলেন, 'শামি দ্বিতীয় টেস্টে অ্যাডিলেডে ভারতীয় দলের সঙ্গে যোগ দেবে। ও ফিটনেসের প্রমাণ দিয়েই ফিরে এসেছে। উইকেট তুলে নিয়েছে। ট্য়ুরের দ্বিতীয়ার্ধে ওর উপস্থিতি গুরুত্বপূর্ণ হবে। আমি বাংলা-মধ্যপ্রদেশ রঞ্জি ম্যাচে ওর বোলিংয়ের ভিডিয়ো ক্লিপ দেখেছি। একবারও মনে হয়নি যে, এক বছর পর ও বল করছে। আসলে শিল্পীর থেকে শিল্প কেড়ে নেওয়া যায় না। ও খুব ধৈর্য ধরে এই মুহূর্তের অপেক্ষা করেছিল।'


এবার আসা যাক বাংলা-মধ্যপ্রদেশ রঞ্জি ম্যাচের কথায়। চলতি মরসুমের প্রথম জয়ের খোঁজে বঙ্গব্রিগেড। নকআউটের আশা জিইয়ে রাখতে হলে এই মধ্যপ্রদেশের বিরুদ্ধে জেতা ছাড়া আর কোনও বিকল্প নেই। বাংলার ছয় পয়েন্টের উত্তর আসতে চলেছে রুদ্ধশ্বাস শেষদিনে অর্থাত্‍ শনিবার। অনুষ্টুপ মজুমদারদের প্রথম ইনিংসে করা ২২৮ রানের জবাবে শুভম শর্মার টিম প্রথম ইনিংসে মাত্র ১৬৭ রানে গুটিয়ে গিয়েছিল। দ্বিতীয় ইনিংসে বাংলা ২৭৬ রান (ঋত্ত্বিক চট্টোপাধ্য়ায় ৫২) তুলেছে। মধ্যপ্রদেশ দ্বিতীয় ইনিংস শুরু করেছে। তৃতীয় দিনের শেষে তাদের সংগ্রহ তিন উইকেটে ১৫০ রান। রজত পতিদার (৩২) ও শুভম শর্মা (১৮) ক্রিজে রয়েছেন। শেষ দিন মধ্যপ্রদেশের চাই আরও ১৮৮ রান। বাংলার টার্গেট বাকি ৭ উইকেট। ফের একবার শনি সকালে ইন্দোরে অনুষ্টুপের ভরসা হতে চলেছেন সেই শামিই। দেখা যাক বাংলা কী করতে পারে!


আরও পড়ুন:  ১৯ বছর পর রিংয়ে টাইসন! প্রতিপক্ষকে চড়িয়েই গরম করলেন বাজার, কবে কোথায় দেখবেন মহারণ?

 


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)