নিজস্ব প্রতিবেদন: টিম ইন্ডিয়ার পেসার মহম্মদ সিরাজ (Mohammed Siraj) কি পর্তুগিজ জাদুকর ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) ফ্যান? এর উত্তরের আর প্রয়োজন নেই। সিরাজ যেভাবে উইকেট নেওয়ার পর সেলিব্রেট করলেন, সেভাবে রোনাল্ডো গোল উদযাপন করে থাকেন। সেঞ্চুরিয়নে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টের তৃতীয় দিন দেখল সিরাজের রোনাল্ডো প্রেম! সিরাজ প্রথম ইনিংসে একটি মাত্র উইকেট পান। তাঁর শিকার হন রাসি ফান ডার ডাসেন (Rassie van der Dussen)। ডাসেনকে ফেরাতেই সিআর সেভেনের ট্রেডমার্ক সেলিব্রেশন অনুকরণ করলেন ভারতের জোরে বোলার। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: SAvsIND: বেল বাজিয়ে সেঞ্চুরিয়ানে বিশেষ সম্মান পেলেন Rahul Dravid




রোনাল্ডো গোল করার পর খানিক ছুটে গিয়ে একটা স্পট-জাম্প দেন। তারপর দুই হাত শূন্যে ছুড়ে একপাক ঘুরে নেন। এই সেলিব্রেশনের নাম 'সি' (Sii) সেলিব্রেশন। রিয়াল মাদ্রিদে খেলার সময় এই সেলিব্রেশন করা শুরু করেন তিনি। 'সি' আসলে স্প্যানিশ শব্দ। যার অর্থ  'হ্যাঁ '। সিরাজের উদযাপনের ছবি টুইট করেছে প্রিমিয়র লিগ ইন্ডিয়া (Premier League India)। সিরাজ বলেই নন, রোনাল্ডোর উদযাপন বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত খেলোয়াড়রাই বিভিন্ন সময় নকল করেছেন। ভারত প্রথম ইনিংসে করা ৩২৭ রানের জবাবে দক্ষিণ আফ্রিকা ১৯৭ রানে গুটিয়ে যায়। সুপারস্পোর্টস পার্ক সেঞ্চুরিয়ানে মহম্মদ শামি একাই তুলে নেন ৫ উইকেট। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারত ৭৯ রানে ৪ উইকেট হারিয়েছে। ভারত ২০৯ রানে এগিয়ে। (প্রতিবেদন লেখার সময় পর্যন্ত)


Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App