নিজস্ব প্রতিবেদন: ভারত-অস্ট্রেলিয়ার শততম টেস্ট। তার ওপর বক্সিং ডে টেস্ট (Boxing Day Test)। মেলবোর্নে ঐতিহাসিক বক্সিং ডে টেস্টে অভিষেক হল মহম্মদ সিরাজের (Mohammed Siraj)।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অ্যাডিলেডে প্রথম টেস্টে চোট পান মহম্মদ শামি। শামির পরিবর্তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে খেলছেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। শনিবার মেলবোর্নে যে সিরাজের টেস্ট অভিষেক হতে চলেছে তা জানা গিয়েছিল শুক্রবারই। বক্সিং ডে টেস্টের প্রথম এগারো ম্যাচের আগের দিনই ঘোষণা করে দেয় টিম ইন্ডিয়া (Team India)।


শনিবার সকালে ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) মহম্মদ সিরাজের (Mohammed Siraj) হাতে টেস্ট ডেবিউ ক্যাপ তুলে দেন। সিরাজের হাতে ২৯৮ নম্বর ক্যাপ তুলে দিয়ে অশ্বিন (Ravichandran Ashwin) ছোট্ট ভাষণে বলেন, "তুমি এটা অর্জন করেছ।"


 



এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক টিম পেইন (Tim Paine)। প্রাথমিক ধাক্কা সামলে অস্ট্রেলিয়াকে ভরসা দিচ্ছিল মার্নাস লাবুশানের (Marnus Labuschagne) চওড়া ব্যাট। সেই লাবুশানেকে ৪৮ রানে ফেরালেন মহম্মদ সিরাজ। অভিষেক টেস্টেই সিরাজ (Mohammed Siraj) তুলে নিলেন দুরন্ত ফর্মে থাকা অজি তারকার উইকেট। লাবুশানের (Marnus Labuschagne) ক্যাচটি নেন মোলবোর্নে টেস্ট অভিষেক হওয়া আর এক তরুণ ক্রিকেটার শুভমান গিল (Shubman Gill)।


 



অস্ট্রেলিয়ায় গিয়েই বাবা মহম্মদ ঘউসকে হারান মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। কিন্তু দেশে ফিরে না এসে বাবার স্বপ্নকে বাস্তবায়িত করতে ডনের দেশেই থেকে যান সিরাজ।


আরও পড়ুন-  প্রথম শ্রেণির ক্রিকেটে একশো'র বেশি সেঞ্চুরি করা ইংল্যান্ডের 'সাহসী' ওপেনার John Edrich প্রয়াত