শৃঙ্খলারক্ষা কমিটির দেওয়া ডেডলাইনের অনেক আগেই ফুটবলারদের বকেয়া মিটিয়ে দিল মোহনবাগান
নির্দিষ্ট সময়ের মধ্যে বকেয়া বেতন না মেটালে ট্রান্সফার ব্যান হওয়ারও আশঙ্কা ছিল বাগান শিবিরে।
নিজস্ব প্রতিবেদন: যেমন কথা, তেমন কাজ। শৃঙ্খলারক্ষা কমিটির দেওয়া ডেডলাইনের অনেক আগেই ফুটবলারদের বকেয়া মিটিয়ে দিল মোহনবাগান কর্তৃপক্ষ। বকেয়া বেতনের দাবিতে ফেডারেশনের দ্বারস্থ হয়েছিলেন সবুজ-মেরুনের চার প্রাক্তন ফুটবলার রাজু গায়কোয়াড়,রিকার্ডো কার্ডোজো,ড্যারেন কালডেইরা আর অভিষেক আম্বেকর।
১৬ ফেব্রুযারী উষানাথ ব্যানার্জির নেতৃত্বাধীন AIFF-এর শৃঙ্খলারক্ষা কমিটি মোহনবাগানকে একমাসের মধ্যে চার ফুটবলারের বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার নির্দেশ দেয়। সঙ্গে তিন লাখ টাকা জরিমানাও করে। নির্দিষ্ট সময়ের মধ্যে বকেয়া বেতন না মেটালে ট্রান্সফার ব্যান হওয়ারও আশঙ্কা ছিল বাগান শিবিরে। সেদিনই বাগান কর্তৃপক্ষের তরফেও জানিয়ে দেওয়া হয়েছে, দ্রুত খেলোয়াড়দের বকেয়া মিটিয়ে দেওয়া হবে।
তবে একমাসের ডেডলাইনের অনেক আগেই বকেয়া বেতন মিটিয়ে দেওয়া হল অভিষেক আম্বেকরদের। রাজু গায়কোয়াড় এলেই তার হাতে বকেয়া টাকা দিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন বাগান কর্তারা। প্রাক্তন কোচ খালিদের বকেয়াও মিটিয়ে দিয়েছে সবুজ-মেরুন। শুধু তাই নয় বাগানের শীর্ষ কর্তা দেবাশিস দত্তের দাবি যাদের যা পাওনা আছে তা এপ্রিল মাসের মধ্যে মিটিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন - ভারতীয় ফুটবলে অভিনব ম্যাচ: আই লিগের সেরা ভারতীয় একাদশের মুখোমুখি হবে জাতীয় ফুটবল দল