ভারতীয় ফুটবলে অভিনব ম্যাচ: আই লিগের সেরা ভারতীয় একাদশের মুখোমুখি হবে জাতীয় ফুটবল দল

ডার্বি দেখতে কলকাতাতেও আসতে পারেন ক্রোট কোচ।

Reported By: সুশোভন মুখোপাধ্যায় | Edited By: সুখেন্দু সরকার | Updated By: Feb 25, 2020, 08:10 PM IST
ভারতীয় ফুটবলে অভিনব ম্যাচ: আই লিগের সেরা ভারতীয় একাদশের মুখোমুখি হবে জাতীয় ফুটবল দল

নিজস্ব প্রতিবেদন:  ভারতীয় ফুটবলে অভিনব ম্যাচ। সুনীল ছেত্রী-প্রীতম কোটালদের মুখোমুখি হবেন নাওরেম-সাহিলরা। স্টিফেন কনস্ট্যানটাইমের জমানায় জাতীয় দলে ব্রাত্য থেকে গিয়েছিলেন আই লিগের ফুটবলাররা। ভাল খেলেও জাতীয় দলের দরজা খুলত না তাঁদের। এবার আই লিগে নজর কাড়া ফুটবলারদের জাতীয় দলের দরজা খুলে দিতে অভিনব উদ্যোগ নিচ্ছেন খোদ জাতীয় কোচ ইগর স্টিমাচ।

১৮ এপ্রিল আই লিগের সেরা ভারতীয় একাদশ মুখোমুখি হবে জাতীয় ফুটবল দলের। স্টেডিয়ামে বসে দুটো আই লিগের ম্যাচ দেখেছেন স্টিমাচ। আইজ্যাক,সাহিলদের খেলা নজর কেড়েছে তাঁর। ডার্বি দেখতে কলকাতাতেও আসতে পারেন ক্রোট কোচ। ফেডারেশন সূত্রের খবর স্টিমাচের সহকারি ভেঙ্কটেশ আই লিগের সেরা একাদশ বেছে নেবেন। অ্যারোজের কোচ হওয়ার সুবাদে আই লিগের সব ফুটবলারের খেলাই দেখেছেন তিনি। জাতীয় কোচের কাছেও পৌঁছে যাচ্ছে আই লিগে খেলা সব ফুটবলারের পরিসংখ্যান।  

আই লিগের সেরা একাদশের কোচের দায়িত্বেও থাকবেন ভেঙ্কটেশ। জাতীয় কোচ স্টিমাচের মনোভাব থেকেই পরিষ্কার যে খুব শীঘ্রই জাতীয় দলের দরজা খুলতে চলেছে সাহিলদের জন্য। ১৮ এপ্রিল কলকাতায় শিল্ড শুরু হয়ে যাবে। শিল্ডের মাঝে প্রদর্শনী ম্যাচের জন্য কি ফুটবলার ছাড়তে রাজি হবে আই লিগ ক্লাবগুলো? সংশয় থাকছেই। তবে ফেডারেশন কর্তাদের ধারণা জাতীয় দলের স্বার্থে দু-তিন দিনের জন্য ফুটবলার ছাড়তে রাজি হয়ে যাবে আই লিগ ক্লাবগুলো।

আরও পড়ুন - ছোট্ট ইজানের সঙ্গে সুইমিং পুলে কী করছেন সানিয়া! দেখুন ছবি

.