ওয়েব ডেস্ক :  মোহনবাগানের বার্ষিক সাধারণ সভার রেশ কাটতে না কাটতেই আইনি পদক্ষেপের পথে অঞ্জন মিত্র গোষ্ঠী। তবে বাগানের রাজনীতিতে নাটকীয় মোড়। ক্লাব নির্বাচনের আবহে পুরনো বন্ধু আবার প্রতিপক্ষ বলরাম চৌধুরীকে পাশে পেয়ে গেলেন টুটু বসু।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- পুজোর আগেই কলকাতায় মুখোমুখি মোহনবাগান-বার্সেলোনা


শনিবার মোহনবাগানের বার্ষিক সাধারণ সভায় গোষ্ঠী রাজনীতির কদর্য রূপ দেখেছে ময়দান। বার্ষিক সাধারণ সভা ঘিরে ধুন্ধুমার কাণ্ড - হাতাহাতিতে জড়িয়ে পড়েন অঞ্জন মিত্র-টুটু বসু গোষ্ঠীর সদস্যরা। শনিবারই ক্লাবে এমন কাণ্ড দেখে অঞ্জন মিত্র বলেছিলেন, আগামী দিনে ক্লাব করার ইচ্ছা নেই তাঁর। কিন্তু রবিবার স্পষ্ট জানিয়ে দিলেন আইনি ব্যবস্থা নেওয়ার কথা। তিনি বলেন, "শনিবার যে ২০ জন ঝামেলা করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। প্রয়োজনে পুলিশের কাছেও অভিযোগ জানাব। এমনকী মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হব কি না ,সে নিয়ে কার্যকরী কমিটি সিদ্ধান্ত নেবে।" 


আরও পড়ুন- মোহনবাগানে চালু হল 'গোল্ড কার্ড'


এদিকে শনিবার ক্লাবের বার্ষিক সাধারণ সভায় উপস্থিত একদা শীর্ষকর্তা বলরাম চৌধুরীর উপলব্ধি সৃঞ্জয় বসুই ক্লাবের যোগ্য উত্তরসূরী। ইদানিং মোহনবাগানের কোনও ব্যাপারে তাঁকে দেখা যায় না। তবে শনিবারের বেনজির ঘটনার পর আর চুপ থাকতে পারেন নি তিনি। তাঁর সাফ কথা, "বর্তমান সচিব অঞ্জন মিত্রের পাঁচ বছর আগেই সরে দাঁড়ানো উচিত্ ছিল।"