মোহনবাগান-এটিকে যৌথভাবে ভারতীয় ফুটবলকে আলোর পথ দেখাবে: সৌরভ গাঙ্গুলি
বৃহস্পতিবারই মোহনবাগান-এটিকে গাঁটছড়ার কথা প্রকাশ্যে আসে।
নিজস্ব প্রতিবেদন: এটিকের সঙ্গে মোহনবাগানের সংযুক্তিকরণকে স্বাগত জানালেন এটিকে-র অন্যতম কর্ণধার সৌরভ গাঙ্গুলি। বৃহস্পতিবারই মোহনবাগান-এটিকে গাঁটছড়ার কথা প্রকাশ্যে আসে। আর এই ঐতিহাসিক চুক্তির ফলে বাংলার ফুটবল আরও এগোবে বলে মনে করেন বোর্ড সভাপতি।
টুইটে সৌরভ লেখেন,"মোহনবাগান-এটিকের গাঁটছড়া বাংলার ফুটবলের জন্য এক চিরস্মরণীয় দিন। এই ঐতিহাসিক চুক্তির ফলে বাংলার ফুটবল অনেক প্রসারিত হবে। আমি নিশ্চিত, মোহনবাগান আর এটিকে যৌথভাবে ভারতীয় ফুটবলকে আলোর পথ দেখাবে ।"
বাংলার দুই প্রধানের ISL খেলার জন্য এর আগে অনেকবারই সওয়াল করেছিলেন সৌরভ গাঙ্গুলি। দুবারের ISLচ্যাম্পিয়ন এটিকে-র সঙ্গে গাঁটছড়া বাধার ফলে মোহনবাগানের ISL খেলতে আর কোনও বাধা নেই। পয়লা জুন, ২০২০ সাল থেকেই সরকারিভাবে পথ চলা শুরু হবে মোহনবাগান আর এটিকের।