নিজস্ব প্রতিবেদন: হাড্ডাহাড্ডি ম্যাচে সতেরো রানে ইস্টবেঙ্গলকে হারিয়ে সিএবি নকআউটের সেমিফাইনালে উঠল মোহনবাগান। অরিন্দম ঘোষের অনবদ্য ৯৭ রানের দৌলতে মোহনবাগান ৫ উইকেটে ২৭৯ করে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- ভুলে ভরা আম্পায়ারিং, আইপিএলের মান নিয়ে প্রশ্ন!


ইস্টবেঙ্গল ২ ওভার কম বল করায় ২১ রান পেনাল্টিতে পায় সবুজ মেরুন শিবির। জবাবে ব্যাট করতে নেমে মোহনবাগানের স্পিনারদের ধাক্কায় ১৫০ রানের মধ্যে ৬ উইকেট খুইয়ে ফেললেও  সোহম ঘোষ ও টেলেন্ডারদের সৌজন্যে একসময় প্রায় জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিল ইস্টবেঙ্গল। শেষ পর্যন্ত ২৬২ রানে থেমে যায় লাল-হলুদের ইনিংস।


আরও পড়ুন- ক্যাবারে ডান্সে 'ডাবল' সেলিব্রেশন মেসিদের


সোহম ৭৫ রানে অপরাজিত থাকেন। মোহনবাগানের তুহিন ব্যানার্জি ও ঋত্বিক চ্যাটার্জি ৩টি করে উইকেট পেয়েছেন। ৩মাস পর চোট কাটিয়ে এদিন মাঠে ফিরলেন ইশান পোড়েলও। সিএবির নকআউটের কোয়ার্টার ফাইনালে মোহনবাগানের বিরুদ্ধে অবশ্য কামব্যাক ম্যাচে তেমন পারফরম করতে পারলেন না ভারতীয় অনূর্ধ্ব উনিশ দলের এই পেসার। 


আরও পড়ুন- পুণে-র প্লে অফ এল কলকাতায়