জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ঘরোয়া লিগের শুরুর দিকে খোঁড়ালেও পরে ঘুরে দাঁড়িয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। পরপর দুই ম্য়াচে টালিগঞ্জ অগ্রগামী ও ইস্টার্ন রেলের বিরুদ্ধে পাঁচ গোলে জেতার পর আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে গিয়েছিল সুমিত রাঠি, ফারদিন আলি মোল্লাদের। রবিবার কল্য়াণী স্টেডিয়ামে জর্জ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে জয়ের হ্য়াটট্রিকের সামনে দাঁড়িয়েছিল ডেগি কার্ডোজোর শিষ্য়রা। কিন্তু হতশ্রী ফুটবল খেলে মোহনবাগান এগিয়ে থেকেও হারল এদিন। গৌতম ঘোষের বঙ্গ ব্রিগেড দুরন্ত ফুটবল খেলে ২-১ ম্য়াচ জিতে নিল। এরসঙ্গেই সুপার সিক্সের আশাও জিইয়ে রাখল কলকাতা ময়দানের নয়ের দশকে তৈরি হওয়া ক্লাব। অন্য়দিকে সুপার সিক্সের লড়াই খুবই কঠিন হয়ে গেল মেরিনার্সের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: নেটপাড়া মুখর শ্রীলঙ্কার ভাষায়! চর্চায় রোহিতের সিংহলী শব্দচয়ন, মানে জানেন আপনি?



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)