নিজস্ব প্রতিবেদন: মোহনবাগান সচিবের উপর চাপ আরও বাড়ল। ক্লাবের অচলাবস্থা অব্যাহত থাকায় কার্যকরী কমিটি থেকে পদত্যাগ করলেন সচিব ঘনিষ্ঠ বলে পরিচিত মহেশ টেকরিওয়াল। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- আমনাকে মোহনবাগানে যেতে দিল না ইস্টবেঙ্গলের ভালবাসা


সহসচিব আর অর্থসচিব পদত্যাগ করার পর ক্লাবে অচলাব্যবস্থা তৈরি হয়েছে। ফুটবলারদের বকেয়া বেতন এখনও বাকি। এই অবস্থায় সচিবের বাড়িতে বুধবার বৈঠকে বসেছিলেন ক্লাব কর্তারা। তাতে কোনও সুরাহা হয়নি। সচিবের মনোভাব দেখে পদত্যাগ করার হুমকি দেন ফুটবল সচিব সত্যজিত চ্যাটার্জি। ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন এইভাবে চলতে থাকলে আগামী সপ্তাহেই তিনি সরে দাঁড়াবেন। এর মধ্যেই সরে দাঁড়ালেন কার্যকরী কমিটির এক সদস্য। ফলে মোহনবাগানে সমস্যা আরও বাড়ল।


আরও পড়ুন- সুভাষিত লাল-হলুদ, পদচ্যুত খালিদ