Mohun Bagan: গোয়ায় থামল `অশ্বমেধের ঘোড়া`! আইএসএলে অ্যাওয়ে ম্যাচে হার মোহনবাগানের..
Mohun Bagan: আরজি কর কাণ্ডে তখন উত্তাল গোটা রাজ্য। সেপ্টেম্বরেও বেঙ্গালুরু বিরুদ্ধে শেষ ম্যাচ হেরেছিল মোহনবাগান। তারপর শুধু জয়, জয়, আর জয়। একাধিক ম্য়াচ, এমনকী জার্বিও জিতেছে সবুজ-মেরুন ব্রিগেড। বস্তুত, গত ম্যাচে পিছিয়ে থেকেও শেষ মুহূর্তে গোল করে জিতে গিয়েছিলেন আলবার্তো রদ্রিগেজরা।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গোয়ায় গিয়ে থামল অশ্বমেধের ঘোড়া! আইএসএলে 'অপরাজিত' তকমা হারাল মোহনবাগান। ৮৩ দিন আর ৮ ম্যাচ পর হারল মোলিনার দল। ম্যাচের ফল ২-১। গোয়ার হয়ে দুটি গোল করেন ব্রিসন ফার্নান্দেজ। পেনাল্টি থেকে একটি গোলশোধ করেন পেত্রাতোস। লিগ টেবিলে অবশ্য কোনও হেরফের হল না। শীর্ষেই থাকল মোহনবাগানই।
আরজি কর কাণ্ডে তখন উত্তাল গোটা রাজ্য। সেপ্টেম্বরেও বেঙ্গালুরু বিরুদ্ধে শেষ ম্যাচ হেরেছিল মোহনবাগান। তারপর শুধু জয়, জয়, আর জয়। একাধিক ম্য়াচ, এমনকী জার্বিও জিতেছে সবুজ-মেরুন ব্রিগেড। বস্তুত, গত ম্যাচে পিছিয়ে থেকেও শেষ মুহূর্তে গোল করে জিতে গিয়েছিলেন আলবার্তো রদ্রিগেজরা।
এদিন ঘরের মাঠে ১৩ মিনিটেই গোল করে এগিয়ে যায় গোয়া। দ্বিতীয়ার্ধে সবুজ-মেরুনের প্রাক্তন স্ট্রাইকার আর্মান্দো সাদিকুর হ্যান্ডবলে পেনাল্টি পায় মোহনবাগান। গোল শোধ করেন পেত্রাতোস। কিন্তু কিছুক্ষণ পরেই চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি। এরপর দ্বিতীয় গোল হজম করে মোহনবাগান। রক্ষণভাগকে বোকা বানিয়ে হেডে গোল করে যান সেই ব্রিসন। বোরহার বাঁকানো বল যখন বক্সে ভেসে আসছে, তখন কেউই ব্রিসনকে খেয়ালই করেননি।
এদিকে লিগ টেবিলে এখন কার্যত মোহনবাগানের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বেঙ্গালুরু। ১২ ম্যাচে তাদের পয়েন্ট ২৪, সমসংখ্যা ম্যাচে মোহনবাগানের ২৬। গোয়াকে হারাতে পারলে শীর্ষস্থান আরও পাকাপোক্ত হত সবুজ-মেরুনের জন্য। কিন্তু তার বদলে লিগের সাপ-লুডোর খেলা আরও জমে উঠল।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)