Mohun Bagan Super Giant: ঘোষিত এএফসি কাপের সূচি, যুবভারতীতে কবে কবে খেলবে মেরিনার্স? রইল সব তথ্য
Mohun Bagan Super Giant AFC Cup 2023-24 Group Schedule Anounced: এএফসি কাপের প্রিলিমিনারি পর্বে দাপটের সঙ্গে জিতেই গ্রুপ পর্বে গিয়েছে মোহনবাগান। ঘোষিত হয়ে গেল এএফসি কাপের সূচি। রইল বিস্তারিত তথ্য।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এএফসি কাপে (AFC Cup 2023-24) দক্ষিণ এশিয়া জোনের মূলপর্বে চলে গিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। যুবভারতী ক্রীড়াঙ্গনে এএফসি কাপের প্রিলিমিনারি পর্বের ম্যাচে ব্য়াক-টু-ব্যাক জিতেছে জুয়ান ফেরান্দোর শিষ্যরা। প্রথম ম্যাচে নেপালের মাচিন্দ্রা এফসিকে (Mohun Bagan Super Giant vs Machhindra FC) ৩-১ হারিয়েছিল মোহনবাগান। দ্বিতীয় ম্যাচে মেরিনার্স ৩-১ গোলে বাংলাদেশের আবাহনী লিমিটেড ঢাকাকে (Mohun Bagan vs Abahani Dhaka) হারিয়েছে। এএফসি কাপের (AFC Cup) গ্রুপ ডি-তে রাখা হয়েছে মোহনবাগানকে (Mohun Bagan)। এই গ্রুপে রয়েছে ওড়িশা এফসি (Odisha FC)। ভারতের হয়ে প্রতিনিধি করছে এই দুই ক্লাব। এছাড়াও রয়েছে মলদ্বীপের মাজিয়া স্পোর্টস (Maziya Sports and Recreation Club) এবং বাংলাদেশের বসুন্ধরা কিংস (Bashundhara Kings)।
আরও পড়ুন: WATCH | Neeraj Chopra: স্রেফ এক থ্রো; হাতে অলিম্পিক্সের টিকিট! পা বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে
পরপর তিন বছর এএফসি-র মূল পর্বে উঠেছে মোহনবাগান। গ্রুপ পর্বে হাফ ডজন ম্য়াচ খেলবেন কামিন্স-কোলাসো-বুমোসরা। মোহনবাগানের এএফসি-র গ্রুপ পর্বের অভিযান শুরু ১৯ সেপ্টেম্বর। খেলা আইএসএল ক্লাব ওড়িশা এফসির বিরুদ্ধে। প্রথম ম্যাচই অ্য়াওয়ে ম্য়াচ। দ্বিতীয় ম্যাচ ২ অক্টোবর মলদ্বীপের মাজিয়া স্পোর্টসের বিরুদ্ধে। বাগান সমর্থকরা এই ম্যাচ যুবভারতী ক্রীড়াঙ্গনে বসে দেখতে পারবেন। তৃতীয় ম্য়াচও হোম ম্য়াচ। সল্টলেক স্টেডিয়ামে ফেরান্দোর শিষ্যরা খেলবেন বসুন্ধরার বিরুদ্ধে। চতুর্থ ম্যাচ আবার অ্যাওয়ে। খেলা ৭ নভেম্বর, এবার মোহনবাগান বাংলাদেশ যাবে। খেলবে বসুন্ধরার সঙ্গে। ২৭ নভেম্বর ফের খেলা কলকাতায়। প্রতিপক্ষ ওড়িশা। গ্রুপ পর্বে মোহনবাগানের শেষ ম্য়াচ মাজিয়ার বিরুদ্ধে ১১ ডিসেম্বর।