জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি কলকাতা ফুটবল লিগে (Calcutta Football League 2023) দুরন্ত ছন্দে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)।  প্রথম ম্যাচে পাঠচক্রকে ৩-১ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে টালিগঞ্জ অগ্রগামীকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছিল সবুজ-মেরুন। রবিবার সবুজ-মেরুন তাঁবুতে বাস্তব রায়ের ছেলেরা লিগের তৃতীয় ম্যাচ খেলতে নেমেছিল ডালহৌসি এসির বিরুদ্ধে। কানায় কানায় ভর্তি গ্যালারিকে ফের আনন্দে মাতাল মেরিনার্সের জুনিয়র ব্রিগেড। এদিন সুহেল আহমেদ ভাটের হ্যাটট্রিকে মোহনবাগান ৫-২ গোলে হারাল ডালহৌসিকে। সুহেল ছাড়া জোড়া গোল করেছেন মহম্মদ ফারদিন আলি মোল্লা। লিগে টানা তিন ম্যাচ জিতে জয়ের হ্যাটট্রিক করল চনমনে মোহনবাগান।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: পিছিয়ে থেকেও হামতের হ্যাটট্রিক! টালিগঞ্জকে ৫-১ গোলে উড়িয়ে সবুজ-মেরুন ঝড়


রবিবাসরীয় বিকেলে দীর্ঘদিন পর ময়দানের চেনা ছবি দেখে মন ভরে গিয়েছে ফুটবল ফ্যানদের। মোহনবাগান মাঠের ছবি ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। কারণ তিন বছর পর ঘরের মাঠে খেলল টিম। বৃষ্টিকে উপেক্ষা করেই মোহনজনতা এসেছিলেন মাঠ ভরাতে। মোহনবাগানের প্রথম ম্যাচে নৈহাটি ছিল পুরো ভর্তি। দ্বিতীয় ম্যাচে ব্যারাকপুরের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামেও ছিল একই দৃশ্য়। আর এবার তো ঘরের মাঠ। গ্যালারি যে উপচে পড়তই! এদিন মৃদুল বন্দ্যোপাধ্যায়ের দলের রক্ষণ নিয়ে ছেলেখেলা করেছে মোহনবাগান, তা স্কোরলাইনই বলে দিচ্ছে। 



 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)