নিজস্ব প্রতিবেদন: নয়া নজিরের সামনে মোহনবাগান। কলকাতা ফুটবলের ইতিহাসে প্রথমবার ময়দানে বসতে চলেছে আই লিগের আসর। শুক্রবার মোহনবাগান-অ্যারোজের এই ঐতিহাসিক ম্যাচটি হবে মোহনবাগান মাঠে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বারাসত মাঠে চার্চিল ম্যাচে সোনিসহ বাগানের চার-চারজন ফুটবলার চোট পাওয়ার পরই ফুটবলাররাই কর্তাদের কাছে ঘাসের মাঠে খেলার অনুরোধ করেছিলেন।ফুটবলারদের অনুরোধ মেনে সাত দিনের প্রস্তুতিতে নিজেদের মাঠে আই লিগের ম্যাচ আয়োজন করতে চলেছেন বাগান কর্তারা। 


আরও পড়ুন-  অপরাজিত ২৪৪! ভিভ রিচার্ডসের রেকর্ড ভেঙে মেলবোর্নে দাপট কুকের


গত কয়েকদিনে যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ হয়েছে মোহনবাগানে। অস্থায়ীভাবে তৈরি করা হয়েছে অ্যাওয়ে দলের ড্রেসিংরুম। ফেডারেশনের নিয়ম মেনে করা হয়েছে রেফারিজ রুম, মেডিক্যাল রুম। ক্লাবের মাঠেরও পরিচর্চা করা হয়েছে নিয়মিত। খামতি হয়ত এখনও আছে। তবে যেভাবে হাতে গোনা কয়েকদিনের নোটিশে বাগান কর্তারা নিজেদের মাঠে আই লিগের ম্যাচ আয়োজন করতে চলেছেন, তা অবশ্যই কর্নিশ পাওয়ার মতই। মোহনবাগান কর্তাদের আশা শুক্রবার দুপুরে ষোলো হাজারের গ্যালারি ভরে যাবে। ইতিহাসের সাক্ষী থাকার সুযোগ হাতছাড়া করবেন না বাগান সমর্থকরা।


আরও পড়ুন-  বিয়ের ঘোর কাটিয়ে আফ্রিকা অভিযানে প্রস্তুত বিরাট