ওয়েব ডেস্ক: দুর্গাপুজোর চতুর্থীও মেতে উঠেছে ফুটবলে। শিলিগুড়িতে বড় ডার্বিতে শুরুতেই এগিয়ে গেল মোহনবাগান। ম্যাচ শুরু হওয়ার মাত্র তিন মিনিটের মাথাতেই  মোহনবাগান এগিয়ে গেল মিচেলের নিজ গোলে। আজাহারউদ্দিনের দুরন্ত দৌড়ে ভেঙে গিয়েছিল ইস্টবেঙ্গল ডিফেন্স। আর সেই সূযোগেই বাজিমাত সবুজ-মেরুনের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

৯০ + ৫ মিনিট - খেলা শেষ। ম্যাচের ফল ২-২। গোল পার্থক্যে লিগ চ্যাম্পিয়ন হল ইস্টবেঙ্গল। টানা আটবার লিগ চ্যাম্পিয়ন হল ইস্টবেঙ্গল। ম্যাচের সেরা রাল্তে।


৯০ মিনিট - ৫ মিনিট অ্যাডেড টাইম দেওয়া হল। মাঝে-মাঝেই দুই দলের ফুটবলাররা জড়িয়ে পড়ছেন হাতাহাতিতে।


৮৫ মিনিট - দ্বিতীয়বার হলুদ কার্ড দেখে লাল কার্ড দেখলেন মোহনবাগানের কিংশুক দেবনাথ।


৬৫ মিনিট - পেনাল্টি থেকে ইস্টবেঙ্গলের হয়ে ২-২ করলেন আমনা।


৬৪ মিনিট - পেনাল্টি পেল ইস্টবেঙ্গল।


৫৪ মিনিট - গোলের সূযোগ পেয়েছিল ইস্টবেঙ্গল। কিন্তু গোল হল না।


৪৮ মিনিট - পেনাল্টি থেকে গোল করে এগিয়ে গেল  মোহনবাগান ২-১ ।


৪৭ মিনিট - পেনাল্টি পেল মোহনবাগান।


দ্বিতীয়ার্ধ শুরু -


৪৫ মিনিট + ২ মিনিট - প্রথমার্ধ শেষ।


৪৩ মিনিট - গোওওওওল । ইস্টবেঙ্গলের হয়ে গোল শোধ করলেন রাল্তে।


৪১ মিনিট - হলুদ কার্ড দেখলেন শিলটন দ্য সিলভা। ইস্টেবঙ্গল কি পারবে, প্রথমার্ধের গোল শোধ করতে?


৩৫ মিনিট - হলুদ কার্ড দেখলেন রফিক।


৩৪ মিনিট - ম্যাচের ৩৪ মিনিটে ভাল গোল করার সুযোগ পেয়ে গিয়েছিলেন ইস্টবেঙ্গলের নিখিল। কিন্তু তিনি গোল করতে ব্যর্থ হন।


৩ মিনিট - মিচেলের নিজ গোলে এগিয়ে যায় মোহনবাগান। ১-০।


এক নজরে দেখে নিন দুই দলের প্রথম একাদশ -


মোহনবাগান - শিলটন পাল, কিংসলে, কিংশুক, অরিজিত, রিকি, আজাহারউদ্দিন, শিলটন, রেনিয়ার, লিংডো, কামো, ক্রোমা।


ইস্টবেঙ্গল - ব্যারেটো, অর্ণব, মিচেল, চুলোভা, সামাদ, রাল্তে, আমনা, রফিক, নিখিল, প্লাজা, জাস্টিন।