নিজস্ব প্রতিবেদন : ভূস্বর্গ জয় করে বৃহস্পতিবার আই লিগে  ঘরের মাঠে নামছে মোহনবাগান। কল্যাণীতে ভিকুনা ব্রিগেডের সামনে তরুণ অ্যারোজ ব্রিগেড। বিপক্ষ দলে কোনও বিদেশি নেই। সাম্প্রতিক ফর্ম আর শক্তির বিচারেও অনেকটাএগিয়ে বেইটিয়া-ফ্রান গঞ্জালেসরা। তা সত্বেও সতর্ক বাগান শিবির। ভেঙ্কটেশের দলের ফুটবলারদের গতিকে সমীহ করছে সবুজ-মেরুন ব্রিগেড। সেই মতই স্ট্র্যাটেজি সাজাচ্ছেন বাগান কোচ।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বৃহস্পতিবার সম্ভবত কাশ্মীর ম্যাচের অপরিবর্তিত দলই নামাতে চলেছেন স্প্যানিশ কোচ। তবে অ্যারোজ ম্যাচে অভিষেক হতে চলেছে বাগানের নতুন বিদেশি কোমরন তুরসুনোভের। পরিবর্ত হিসাবে সম্ভবত মাঠে নামবেন তাজিকিস্তানের এই বিদেশি। কোমরনের পাশাপাশি কল্যাণীতে নজর থাকবে বাবা দিওয়ারার দিকেও। কাশ্মীরে অভিষেক ম্যাচে গোল না পেলেও নজর কেড়েছিলেন সেনেগালের এই স্ট্রাইকার। কল্যাণীতে সবুজ-মেরুন জার্সিতে প্রথম গোলের খোঁজে নামছেন তারকা এই স্ট্রাইকার।


আরও পড়ুন - I LEAGUE 2019-20: বনধের প্রভাব! স্কাইপে-তে সাংবাদিক সম্মেলন অ্যারোজের