I LEAGUE 2019-20: বনধের প্রভাব! স্কাইপে-তে সাংবাদিক সম্মেলন অ্যারোজের
আই লিগের ইতিহাসে সম্ভবত প্রথমবার এইভাবে ম্যাচের আগে সাংবাদিক সম্মেলন হল।
![I LEAGUE 2019-20: বনধের প্রভাব! স্কাইপে-তে সাংবাদিক সম্মেলন অ্যারোজের I LEAGUE 2019-20: বনধের প্রভাব! স্কাইপে-তে সাংবাদিক সম্মেলন অ্যারোজের](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/01/08/227692-8.jpg)
নিজস্ব প্রতিবেদন : NRC,CAA-র প্রতিবাদে দেশজুড়ে ডাকা ধর্মঘটের প্রভাব পড়ল এবার আই লিগেও। তার জেরে বুধবার অভিনব সাংবাদিক সম্মেলন হল যুবভারতী ক্রীড়াঙ্গনে।
বৃহস্পতিবার কল্যাণীতে মোহনবাগানের মুখোমুখি হওয়ার কথা ইন্ডিয়ান অ্যারোজের। সেই ম্যাচের জন্য নির্ধারিত সাংবাদিক সম্মেলন ছিল যুবভারতীতে। কিন্তু ধর্মঘটের জেরে বুধবার কল্যাণী থেকে বেরোতেই পারেননি অ্যারোজের কোচ ভেঙ্কটেশ আর ফুটবলার বিক্রম প্রতাপ। তড়িঘড়ি স্টেডিয়ামে স্কাইপের ব্যবস্থা করেন বাগান কর্তারা।
অগত্যা স্কাইপের মাধ্যমেই সাংবাদিক সম্মেলেন করতে হয় অ্যারোজ কোচ আর ফুটবলারকে। আই লিগের ইতিহাসে সম্ভবত প্রথমবার এইভাবে ম্যাচের আগে সাংবাদিক সম্মেলন হল। মোহনবাগান কোচ অবশ্য হাজির ছিলেন সাংবাদিক সম্মেলনে।
আরও পড়ুন - ভারতকে কঠিন প্রতিপক্ষ, বললেন লাবুশানে