নিজস্ব প্রতিবেদন : অনূর্ধ্ব-১৯ ZEE বাংলা ফুটবল লিগে মোহনবাগানের বিজয়রথ ছুটছেই। সোমবার নদিয়া নায়কস'কে ৪-১ গোলে হারিয়েছিল সবুজ-মেরুন ব্রিগেড। সেই ম্যাচে মোহনবাগানের হয়ে হ্যাটট্রিক করেছিলেন তরুণ শুভ ঘোষ। টুর্নামেন্টে তিনিই প্রথম হ্যাটট্রিক করেছিলেন। এবার মোহনবাগান হারাল দুরন্ত দিনাজপুর (উত্তর)-কে। তাও বিশাল ব্যবধানে। ম্যাচের ফল ৭-০।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  নাম ভাঁড়িয়ে ব্যবসা! ব্যাট প্রস্তুতকারক সংস্থার বিরুদ্ধে মামলা করলেন সচিন তেন্ডুলকর



এই নিয়ে টানা চার ম্যাচে অপরাজিত মোহনবাগান। গত ম্যাচের নায়ক শুভ ঘোষ এদিনই দুরন্ত পারফরম্যান্স করলেন। ম্য়াচের ৫০ ও ৫৫ মিনিটে পর পর দুটি দারুণ গোল করেন মোহনবাগানের এই তরুণ তুর্কি। এদিন ম্যাচের ছয় মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন কিয়ান নাসিরি গিরি। প্রথম গোলের রেশ কাটতে না কাটতেই গোল করে ব্যবধান বাড়ান অনির্বাণ দাস। ম্যাচের বয়স তখন ১২ মিনিট। পর পর দুটি গোল হজম করে দিশেহারা হয়ে পড়ে দুরন্ত দিনাজপুরের রক্ষণভাগ। তার পর আর তাদের ম্যাচে ফিরতে দেননি মোহনবাগানের ফুটবলাররা।


আরও পড়ুন-  Ind vs Pak : ''ভারতের কাছে আর ভিক্ষা চাইব না'', বলছে পাকিস্তান ক্রিকেট বোর্ড


প্রথমার্ধেই চার গোলে এগিয়ে যায় মোহননবাগান। কৌশিক সাঁতরা গোল করেন ২৭ মিনিটে। লালথানকুমা গোল করলেন ৩৭ মিনিটের মাথায়। তার দশ মিনিট বাদেই ফের গোল। এবার গোলদাতা কৌশিক সাঁতরা।